আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রদায়িক সম্প্রীতি

বাংলাদেশের পরিচিতি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে। এ দেশের মানুষ স্ব-স্ব ধর্মে নিষ্ঠাবান হওয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে তারা অনুকরণীয় আদর্শ বলে ভাবে। দুনিয়ার সব ধর্মই শান্তির কথা বলে। সব ধর্ম অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আদর্শকে অনুকরণীয় বলে ভাবে। বাংলাদেশের মানুষ ধার্মিক বলেই ভিন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীলতার আদর্শ এ দেশে মূর্তমান। দেশের সিংহভাগ মানুষ ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হলেও বকধার্মিক ও কাণ্ডজ্ঞানহীনদের কারণে কখনো কখনো তাদের সুনামও কণ্টকিত হয়ে ওঠে। যেমনটি হয়েছে কঙ্বাজার ও পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকায়। এক বছর আগে বকধার্মিক মতলববাজদের উন্মত্ততার শিকার হয়েছিল এসব এলাকার কিছু বৌদ্ধধর্মীয় স্থাপনা। বৌদ্ধ সম্প্রদায়ের বেশ কিছু বাড়িঘরে অগি্নসংযোগ করে হিংসাত্দক চেতনার ঘৃণ্যজীবেরা। সাম্প্রদায়িক সহিংসতা দেশের ঐতিহ্যের অংশীদার বেশ কিছু মূল্যবান স্থাপনাকে ধ্বংস করে দিয়েছে। তারা ক্ষতবিক্ষত করেছে দেশের গণমানুষের অসাম্প্রদায়িক ভাবমূর্তিকে। এই ক্ষত উপশমে সরকার ক্ষতিগ্রস্ত বৌদ্ধ স্থাপনা পুনঃনির্মাণসহ ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের উদ্যোগ নেয়। এ দায়িত্ব যাতে সুচারুভাবে পালন করা যায় সে জন্য দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। আশার কথা, সেনাবাহিনী স্বল্পসময়ে কঙ্বাজারের রামু ও উখিয়ার বৌদ্ধ স্থাপনাগুলো পুনঃনির্মাণে সাফল্য দেখিয়েছে। তাদের আট মাসের নিরবচ্ছিন্ন কর্মপ্রচেষ্টায় শুধু ক্ষতিপূরণই নয়, সেগুলো যাতে আগের চেয়ে অনেক ভালো অবস্থায় রূপ দেওয়া যায় সে চেষ্টাই করেছে। গত ৩ সেপ্টেম্বর রামুর ১২টি ও উখিয়ার পুনর্নির্মিত ১৯টি বৌদ্ধবিহারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ধ্বংসের আগে যেখানে ছিল সাদামাটা টিনের চাল সেখানে সরকারের চেষ্টায় গড়ে উঠেছে দৃষ্টিনন্দন স্থাপনা। এগুলো যাতে দেশি-বিদেশি ধর্মপ্রাণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সে চেষ্টাই করা হয়েছে সরকারের তরফ থেকে। এ ব্যাপারে সমগ্র জাতির সদিচ্ছা বাস্তবায়নে সেনাবাহিনী যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে তা প্রশংসার দাবিদার। আমরা মনে করি, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের সুনাম পুনর্গঠনে সরকার ও সেনাবাহিনীর এ ভূমিকা অবদান রাখবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.