আমাদের কথা খুঁজে নিন

   

মাদকাসক্ত প্রমাণ হলে ছয় মাস নিরাময় কেন্দ্

দেশে মাদকের ভয়াবহতা রোধ ও মাদকাসক্ত ব্যক্তিকে শনাক্ত করে চিকিৎসা দিতে বাধ্যতামূলক ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) নীতিমালা অনুমোদন করছে সরকার। কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) অধীনে নীতিমালা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চূড়ান্ত নীতিমালা অনুমোদন হলেই আনুষ্ঠানিকভাবে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু হবে। ডিএনসির কর্মকর্তারা জানান, বর্তমান মাদক আইনে ডোপ টেস্টের বিধান নেই। মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ায় ডোপ টেস্টের নীতিমালা তৈরি করেছে ডিএনসি। খসড়া নীতিমালাটি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলেই ডোপ টেস্টের কার্যক্রম শুরু হবে। সূত্র জানায়, ইংলিশ মিডিয়াম স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাদক সেবনের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এ অবস্থা থেকে প্রতিকারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয় প্রাথমিকভাবে ডোপ টেস্ট করা হবে। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এ টেস্টের আওতায় আনা হবে। কারও শরীরে মাদকের সম্পৃক্ততা পাওয়া গেলে ছয় মাস কিংবা চিকিৎসকের পরামর্শমতো বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এর পরও যদি কোনো শিক্ষার্থী মাদক পরিহার না করে তাহলে তাকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হবে। ডিএনসির কর্মকর্তা ও চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিম শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে সাধারণ মানুষের ডোপ টেস্ট করবে। ডোপ টেস্টে মাদকাসক্ততা ধরা পড়লে কেউ নিরাময় কেন্দ্রে না যেতে চাইলে তাকে আটক করে আদালতে পাঠানো হবে। ডোপ টেস্টের ব্যাপারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইন করা হবে। সূত্র জানায়, ডোপ টেস্ট করতে শরীরের ভেতর ইনজেকশন পুশ করতে হবে না। ডায়াবেটিস টেস্টের মতো স্ট্রিপের মাথায় এক ফোঁটা রক্ত নিয়ে চার-সাত মিনিটের মধ্যে মাদকের উপস্থিতি শনাক্ত করা যাবে।

সূত্র জানায়, ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হবে- এ ভয়ে শিক্ষার্থীসহ মাদকাসক্তরা মাদক সেবন থেকে ফিরে আসবে। এ ছাড়া যারা শখের বশে মাদক সেবন করে তারাও মাদক সেবন থেকে বিরত থাকবে।

ডিএনসির একজন ঊধর্্বতন কর্মকর্তা জানান, ডোপ টেস্টের মাধ্যমে ইয়াবা, কোকেন, হেরোইন, ফেনসিডিল ও গাঁজার উপস্থিতি শনাক্ত করা যাবে। প্রতিটি টেস্টের জন্য ১০০-১২০ টাকা খরচ হবে। ডোপ টেস্টের কিট (মাদক শনাক্তকরণ সরঞ্জাম) সহজপ্রাপ্তির ব্যবস্থা করবে ডিএনসি। কিট সহজলভ্য হলে ঘরে বসেই মাত্র ১০০ টাকা খরচ করে সন্তানদের মাদকাসক্তি শনাক্ত করতে পারবেন অভিভাবকরা।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.