আমাদের কথা খুঁজে নিন

   

রায়কে ঘিরে চট্টগ্রামে আতঙ্ক

বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র আটক মামলার রায়কে ঘিরে আদালতপাড়াসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে আতঙ্ক বিরাজ করছে। এ রায়কে ঘিরে কোনো প্রকার নাশকতা বা আতঙ্ক সৃষ্টি রুখতে প্রশাসন বিশেষ ব্যবস্থা এবং নজরদারিও করছে।

সোমবার রাতে আদালত ভবনের আলামতখানা ও রেকর্ডরুমের সামনে ঘটে যাওয়া অগি্নকাণ্ডের বিষয়ে অনুসন্ধানও শুরু করেছে পুলিশ। কাল বৃহস্পতিবার রায়ের আগেই আতঙ্ক সৃষ্টির জন্য আগুন দিয়েছেন বলে পুলিশ ধারণা করছেন। এ বিষয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল সকাল ১০টার দিকে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার শহীদুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। অপরদিকে চাঞ্চল্যকর এ মামলার রায়ে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ কয়েকজন আসামি অভিযুক্ত হতে পারেন। মহানগর পিপি কামাল উদ্দিন আহমেদ বলেন, দশ ট্রাক অস্ত্র মামলার রায়কে বানচাল করতে এ ধরনের নাশকতার সৃষ্টি কেউ করছে। তবে ঠিক সময়েই মামলার রায় ঘোষণা করা হবে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের মতো স্পর্শকাতর মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। এতে নাশকতা সৃষ্টির আতঙ্কে কেউ আগুন দিতে পারে, এ বিষয়টি তেমন উড়িয়ে দেওয়া যায় না। আগুনের ঘটনায় জিডির পর তদন্তও শুরু হয়েছে। তিনি বলেন, আদালতের নিচতলাকে তিনটি পয়েন্টে ভাগ করে ছয়জন করে সার্বক্ষণিক পুলিশ দেওয়া হয়েছে। তিনতলায় দশ ট্রাক অস্ত্র মামলার বিচারিক আদালতকে ঘিরে তিনটি পয়েন্টে আরও ১৮ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এসব পুলিশ সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.