আমাদের কথা খুঁজে নিন

   

চতুর্থ দফার ভোট আজ

কোনো রকম অশান্তি ছাড়াই নির্বিঘ্নে শেষ হলো মিজোরামের একটি মাত্র লোকসভা আসনের ভোট। নির্বাচনী তফসিল অনুযায়ী ৯ এপ্রিল উত্তর-পূর্ব ভারতের এই আসনটিতে ভোট হওয়ার কথা থাকলেও রাজ্যজুড়ে হরতালের ডাক দেওয়ায় ভোট পিছিয়ে এ দিন করা হয়েছিল।
এদিকে আজ লোকসভার চতুর্থ দফার ভোট হবে উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যের মোট পাঁচটি আসনে। এর মধ্যে রয়েছে অসমের ৩টি, সিকিমের ১টি এবং ত্রিপুরার ১টি আসন। ত্রিপুরার ‘পূর্ব ত্রিপুরা’ আসনের জন্য মোট ভোটার ১ কোটি ১৩ লাখ।

এ দফায় ১২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মূল লড়াই হবে সিপিআইএম প্রার্থী তথা রাজ্যের বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেসের সচিত্র দেববর্মার মধ্যে। ইতোমধ্যেই রাজ্যে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯৫২ সাল থেকে এ পর্যন্ত দশ বছর এ আসনটি নিজেদের দখলে রেখেছে সিপিআইএম, কংগ্রেসের দখলে ছিল পাঁচবার।
ভোট হবে সিকিমের একটি মাত্র লোকসভার আসনেও।

মোট ভোটার ৩ লাখ ৭০ হাজার ৭৩১ জন। এই কেন্দ্রটিতে কংগ্রেস, বিজেপির পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছে আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে রাজ্যের ৩২টি বিধানসভা আসনেও আগামীকাল ভোট হবে। অন্যদিকে কার্বি পিপলস লিবারেশন টাইগারসের ডাকা অনির্দিষ্টিকালীন হরতালের মধ্যেই দ্বিতীয় দফার ভোট হতে চলেছে অসমের তিনটি আসন করিমগঞ্জ, শিলচর এবং পার্বত্য জেলা ডিফু কেন্দ্রে।


সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.