পাকিস্তানের একটি বিশেষ সামরিক আদালত দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের রাষ্ট্রদ্রোহের বিচারের আবেদন খারিজ করেছে গতকাল। আগামী মাসে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হবে।
এর আগে মোশাররফের আইনজীবীরা ইসলামাবাদের বেসামরিক আদালতে সাবেক সেনাপ্রধানের বিচারের অধিকারকে চ্যালেঞ্জ করেন। মঙ্গলবার তিনি প্রথমবারের মতো আদালতে হাজির হন। শুনানি শেষে প্রধান বিচারক ফয়সাল আরব বলেন, আবেদনটি খারিজ হয়ে গেছে। তিন বিচারকের বেঞ্চটি জানায়, মোশাররফ এখন আর সেনাবাহিনীতে নেই। ২০০৭ সালে প্রেসিডেন্ট থাকাকালে দেশে জরুরি অবস্থা জারির কারণে ৭০ বছর বয়সী সাবেক এ সামরিক শাসক রাষ্ট্রদ্রোহের অভিযোগের সম্মুখীন হয়েছেন। অভিযোগটি প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। বিচারকরা আগামী ১১ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেছেন। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।