পাকিস্তানের বালুচ নেতা আকবর খান বুগতি হত্যা মামলায় আদালতে সশরীরে উপস্থিত না হওয়ার বিষয়ে সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। কোয়েটার সন্ত্রাস-বিরোধী আদালতে গতকাল এ নিয়ে শুনানি হয়। শুনানিতে মোশাররফের পক্ষে অংশ নেওয়ার জন্য আদালতে উপস্থিত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমাদ খান। সশরীরে উপস্থিত না হওয়ার আবেদন নাকচ করে আদালত বলেছে, আগামী শুনানিতে জেনারেল মোশাররফকে উপস্থিত হতে হবে। এদিকে আকবর খান বুগতি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, বেলুচিস্তানের সাবেক গভর্নর ওয়াইস আহমাদ খান এবং সাবেক জেলা কো-অর্ডিনেশন কর্মকর্তা আবদুস সামাদ লাসিকে পলাতক ঘোষণা করা হয়েছে। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।