আমাদের কথা খুঁজে নিন

   

তেলাপোকা, অভিযোজন এবং অপরাধের ব্যবচ্ছেদঃ একটি নিরীক্ষা

নতুন বছর নতুন সম্ভাবনা আমরা সবাই আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আমি নিজেকে দিয়ে দেখেছি আমি কখনও নির্মোহ টাইপের মানুষ না! বিলাসিতা আমাকে চুম্বকের মত আকর্ষন করে। কিন্তু কোন নোংরা পথে হুট করে বড়লোক হয়ে ঢাকার রাস্তায় প্রাডো টাইপের গাড়ি নামানোর প্রতি বিন্দুমাত্র ইচ্ছে নেই। প্রচন্ড গরমে পাবলিক বাসে ব্যাটম্যানের মত বাদুড়-ঝুলা হয়ে বাসের সহযাত্রির গা থেকে অবিরাম বের হয়ে আসা ঘামের বিচিত্র গন্ধ সহ্য করে আমরা এই যানজটের শহরে চলাফেরা করি! সত্যি করে বলুন তো, যখন এমন অবস্থায় কোনো জ্যামে পড়েন আর ঠিক আপনার বাসের পাশেই কোনো সুন্দর একটি ঝকঝকে গাড়িতে তারচেয়েও সুন্দরী কোনো মেয়ে বসে থাকে- তখন আপনার কেমন লাগে? আমার তখন ক্ষনিকের জন্যে হলেও মনে হয় না- “ শালার জীবন! যেমন করেই হোক গাড়ি-বাড়ি করতেই হবে!’’ কিন্তু কি ঘটে তারপর? আপনি কি যান সেই বাকা পথে? না আপনি যান না। কেন যান না অই নোংরা পথগুলোর কোনো একটায়? কারণ, আপনি বড় হয়েছেন এমন একটা পরিবেশে যেখানে বড়জোর আপনি শিখেছেন বন্ধুর কলমটা মেরে দিতে, স্কুল থেকে চুরি করে আম, জাম ইত্যাদি চুরি করে খেতে অথবা শিখেছেন বাবার পকেট থেকে ১০, ২০, ৫০, ১০০, কিংবা ৫০০(কারও বাবা আরেকটু টাকাওয়ালা হলে)টাকা মেরে বন্ধুদের সাথে পিকনিক/ সিনেমা দেখতে যেতে! ব্যস, আপনার খেলা শেষ! এর বেশি চুরি আপনার দ্বারা কখনও সম্ভব হয়নি এবং আপনি এর বেশি চুরি করতে পারবেনও না।

তাহলে এবার আসা যাক একটি অবধারিত প্রশ্নে- আমাদের সমাজে এই large scale crime গুলো কারা করছে? একটু ভাবুন...প্লীজ! ততক্ষণে আমি আরেকটি বিষয়ের অবতারনা করি! Adaptation বা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার ক্ষমতা আমাদের এই গ্রহের সবারই আছে। কারও একটু কম আর কারও অনেক বেশি। শ্বেত-ভাল্লুকের সাদা এবং লম্বা লোম তাকে মেরু অঞ্চলের বরফের সাথে মিশে যেতে এবং তীব্র ঠান্ডাতে survive করতে সাহায্য করে। যার এডাপ্টেশান বা অভিযোজন যত ভালো তার তত বেশি সময় এই পৃথিবীতে রাজত্ব! তেলাপোকার অভিযোজন ক্ষমতা অত্যন্ত ভাল। এর বডি-শেপ একে লুকানোর ক্ষেত্রে অনেক সহায়তা করে।

এবং তেলাপোকা প্রায় সব কিছুই খায়! তার এই সর্বভূকতা তাকে এই পৃথিবীতে টিকিয়ে রেখেছে ২৫ কোটি বছর- যা টিকে থাকার লড়াইয়ে তাকে দিয়েছে ১ম স্থানের বিজয় মুকুট! আমরা দেখেছি যে সভ্যতার শুরু থেকে আমাদের সমাজে টিকে আছে এক শ্রেণির মানুষ- যারা আমাদের সমাজে বড় অপরাধগুলো পরিচালনা করে আসছে! এদের নিয়ে প্রতিটি সমাজের প্রতিটি অধ্যায়েই সাধারন মানুষ আপত্তি করেছে, যখন অসহনীয় হয়েছে তখন রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে এবং বেশ কিছু ক্ষেত্রে জিতেওছে। কিন্তু সমূলে তাদেরকে কেউই উৎখাত করতে পারেনি। তারা আবার এসেছে বিভিন্ন বেশে আমাদের সমাজে! প্রজন্ম থেকে প্রজন্মে তারা ছড়িয়ে দিয়েছে তাদের টিকে থাকার এই কৌশলগুলো! কখনও আমরা তাদের এই কৌশল বুঝতে পেরেছি কখনও পারিনি। যখন বুঝেছি তখন তারা নতুন কোন কৌশল এর আশ্রয় নিয়েছে। এভাবে একটা দীর্ঘ সময় ধরে তারা টিকে আছে আমাদের এই সমাজে! (প্রথম কিস্তি) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।