আমাদের কথা খুঁজে নিন

   

হায় সেলুকাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের সেরা ছাত্রটি কোথায়? তার হত্যাকারীর মুক্তির দাবিতে কি হরতাল পালন করছেন আপনিও?

জাদুনগরের কড়চা ‎"নোয়াখালীর সোনাপুরের আহমদিয়া হাই ইংলিশ স্কুল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মেট্রিকুলেশন পরীক্ষায় অবতীর্ণ হন ও মেধা তালিকায় ৪র্থ স্থান লাভ করেন। ১৯৪৪ সালে তিনি ঢাকা কলেজ (তৎকালীন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ) থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে মেধা তালিকায় প্রথম স্থান লাভ করেন ... ১৯৪৬ সালে তিনি নন-কলেজিয়েট পরীক্ষার্থী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পরীক্ষায় অংশ নেন ও প্রথম শ্রেণীতে প্রথম হন। এ সাফল্যের জন্য তাঁকে কলকাতা বিশ্ববিদ্যালয় "সুরেন্দ্রনলিনী স্বর্ণপদক" প্রদান করে। পরে ১৯৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উপলক্ষে তাঁকে আবারও স্যার আশুতোষ গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়, কেননা বিশ্ববিদ্যালয়ের প্রথম ১০০ বছরের ইতিহাসে তাঁর মত এত বেশি নম্বর পেয়ে কেউ বাংলা (সম্মান)-এ ডিগ্রী অর্জন করেনি। ১৯৪৬-১৯৪৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যায়ে মাস্টার্স পড়া শুরু করেন।

১৯৪৭ সালের জুলাই মাসে শান্তিনিকেতনের রবীন্দ্র-ভবনের বৃত্তি লাভ করে সেখানে ফিরে যান ও ১৯৪৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য নিয়ে গবেষণা করে "সাহিত্যভারতী" উপাধি অর্জন করেন। পরবর্তীতে ১৯৫৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। " এই চরম মেধাবী এবং জীবনের অধিকাংশ পরীক্ষায় প্রথম হওয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ১০০ বছরের সেরা ছাত্রটিকে আমরা পাইনি কেনো? কারণ শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী কে "১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর আল-বদর বাহিনী অপহরণ করে। এর পর তাঁর আর কোন খবর পাওয়া যায়নি। ধারণা করা হয় ঐ দিনই তাঁকে হত্যা করা হয়।

" একইভাবে হারিয়েছি চক্ষুবিশেষজ্ঞ ডাঃ আবদুল আলীম, হার্ট স্পেশালিস্ট ডাঃ রাব্বি সহ আরো অনেক মেধাবীদের, ১৯৭১ এর মুক্তিযুদ্ধে। বাংলাদেশকে মেধাহীন করার যে নীল নকশা জামাতের মিলিশিয়া সংগঠন আল বদর গঠন করেছিলো সেই সময়ে, তার ধারাবাহিকতা আজো আছে। এখন লড়াইটা ছড়িয়ে গেছে বাস্তব এবং ভার্চুয়াল, দুই জগতেই। কিন্তু হায় সেলুকাস, কী বিচিত্র এই দেশ, এখানে এখনো আল-বদর বাহিনীর প্রধান নিজামীর মুক্তির দাবিতে হরতাল হয়! মূল লেখাটি এখানে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.