আমাদের কথা খুঁজে নিন

   

চারটা ক...

চারটা ক... -মিকসেতু মিঠু ক্লাস এইটে উঠে নতুন সিলেবাস পেলাম। অবজেক্টিভে ৫০ মার্ক। সবাই ধুমসে অবজেক্টিভ পড়া শুরু করে দিলাম। কোচিংয়ের টিচাররা প্রথম প্রথম অনেক খুশি হয়ে আমাদের পড়া ধরতেন। কিন্তু অচিরেই তারা ক্ষান্ত দিলেন।

কারণ একটা করে প্রশ্ন করার পর চারটা করে অপশন বলতে হতো। টিচারদের জন্য এটা ছিলো খুবই বিরক্তিকর। তবে এ সমস্যার সমাধানও টিচাররা বের করে ফেললেন। কাঁটা দিয়ে কাঁটা তোলার বাবস্থা করলেন। এর মানে হলো একজন ছাত্র দিয়ে অন্য একজন ছাত্রকে প্রশ্ন ধরতে দিতেন।

একদিন এক বন্ধু আরেক বন্ধু কে অবজেক্টিভ ধরছে। ১ম বন্ধু ২য় বন্ধুকে একটা করে প্রশ্ন ধরছে আর ২য় বন্ধু উত্তরে বলছে- ‘চারটা ক...। ’ এভাবে বার বার চারটা অপশন বলতে বলতে ১ম বন্ধু বিরক্ত হয়ে হঠাৎ জিজ্ঞেস করলো-‘তোর বাপের নাম কি?’ ২য় বন্ধু কিছু না ভেবেই বললো – চারটা ক...!!! * * * * * ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.