আমাদের কথা খুঁজে নিন

   

নিজের জন্মদাতা পিতার মৃত্যু নিয়ে এউ এমন মিথ্যে বলতে পারে? শুনেছেন কখনও??

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন মানুষ মিথ্যে বলে- এটা আর নতুন কি? বর্তমান জামানায় প্রায় সবাই কমবেশী মিথ্যে বলে । কিন্তু তাই বলে কেউ তার বাবার মৃত্যুসংবাদ নিয়ে মিথ্যে বলবে এটা কেমন কথা? বিশ্বাস হয়? হওয়ার কথা না । আমারও প্রথমে হয়নি । হতো না যদি সে আমার খুব ভালভাবে পরিচিত না হতো! হ্যাঁ, বলছি আমার পরিচিত এক ছেলের কথা । নাম বলব না, কিভাবে পরিচিত তাও বলব না ।

এমন ছেলের নাম মুখে আনতেও ঘৃণা হয় । শুধু বলব, এই ছেলেকে বিভিন্ন ভাবে পড়ালেখার জন্য আমি ও আমার পরিবার সাহায্য করেছি । যাহোক, ডেসটিনি করতে গিয়ে পড়ালেখা করতে পারেনি ছেলেটি । এ যে ঢাকা বিশ্ববিদ্যালয়! তাই, গত বছরের ফাইনাল পরীক্ষা সে দিতে পারে নি । এদিকে ডেসটিনি করতে গিয়ে অনেক পরিচিত-অপরিচিত বন্ধু-বান্ধবকে ডেসটিনিতে ঢুকিয়েছে, এরপর ধরা খাওয়া ও কার্যক্রম বন্ধের পর অনেকের মতো সেও বাসায় গিয়ে গা ঢাকা দিয়েছিল ।

বাসায় গিয়ে নাকি বলেছে ভার্সিটিতে খুব গণ্ডগোল আর বোমাবাজি চলে, তাই ভয়ে বাসায় চলে এসেছে। এদিকে ঢাকায় তার ক্লাসমেট ও বন্ধুবান্ধব এমনকি রুমমেট- বেডমেট পর্যন্ত ওকে জিজ্ঞেস করেছে, "কিরে ফাইনাল দিচ্ছিস না ক্যান? কি হইছে?" ও নাকি তাদের সবাইকে বলেছে, ওর বাবা মারা গেছে হঠাৎ । তাই তাঁর আত্মার শান্তিমূলক কাজকর্ম করার জন্য নাকি সে বাড়িতে এতদিন আছে, পরীক্ষা দিতে পারছে না!!!!! সেদিন আমার এক বন্ধু (সেই ছেলের ক্লাসমেট) আমাকে দেখে জিজ্ঞেস করলো তার কথা । বাবা হারানোর পর ছেলেটির পরিবারের অবস্থা জানতে চাইল । আমি তো অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে ।

বলে কি ও? খোঁজ নিয়ে জানতে পারলাম, ছেলেটির বাবা দিব্যি বেঁচে আছে! একদম সুস্থ! কিছুদিন আগে তাকে আমি সশরীরে দেখে এসেছি, কথাও বলেছি । অথচ ছেলেটির সাথে থাকে যে ছেলেটি সে আজ রাতে আমাকে বলল সে নাকি এখনও জানে যে ছেলেটির বাবা বেঁচে নেই! যার সাথে ২৪/৭ থাকে একজন মানুষ, তার সাথেও কিভাবে সে এমন মিথ্যে কথা বলে? তাও আবার নিজের জন্মদাতা পিতাকে নিয়ে? সবার চোখ ফাঁকি দিয়ে এমন একটি মিথ্যেকে সত্যি বানিয়ে দিয়েছে ছেলেটি! ওর বাবা এটা জানলে কতটা কষ্ট পাবে তা চিন্তা করে তাঁকে আমি জানাইনি । বাবা হারানোর কষ্টটা আমি বুঝি । যে হারায়নি সে কি বুঝবে? হায়রে মানুষ! স্রষ্টা ছেলেটির বিচার করুন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.