আমাদের কথা খুঁজে নিন

   

ভারত সফরে পার্টি-ডিনার এড়াতে পাকিস্তানকে ইনজির পরামর্শ

আমি একজন ছাত্র। ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে ভারত সফরকালে ব্যক্তিগত নৈশভোজ ও বিভিন্ন পার্টির আমন্ত্রণ এড়িয়ে চলার জন্য পাকিস্তানের জাতীয় দলের খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক। লাহোরে সাংবাদিকদের ইনজামাম বলেন, পাকিস্তান দল ভারত সফরে সব সময়ই ব্যক্তিগত ভোজ, বিভিন্ন পার্টি ও সংবর্ধনার আমন্ত্রণ পেয়ে থাকে। এসব অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য খেলোয়াড়দের মোটা অংকের অর্থের প্রস্তাব দেয়া হয়। তিনি বলেন, খেলোয়াড়দের প্রতি আমার পরামর্শ হচ্ছে এসব ব্যক্তিগত পার্টি ও ডিনার এড়িয়ে চলো এবং কেবলমাত্র ক্রিকেটটাই ফোকাসে রাখ।

কারণ আমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সিরিজ। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ইনজামাম বহুবার ভারত সফর করেছেন। অধিনায়ক হিসেবে সর্বশেষ ২০০৫ সালে ভারত সফরে যাওয়া ইনজামাম বলেন, এ সময়ে পাকিস্তানের ভারতকে হারানোর একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তিনি বলেন, তবে সে লক্ষ্যে ক্রিকেটারদের কেবলমাত্র ক্রিকেটের উপরই ফোকাস রাখতে হবে। ভারত সফর পাকিস্তানী খেলোয়াড়দের জন্য সব সময়ই একটা বিশাল অভিজ্ঞতা এবং মনসংযোগ বিঘœ ঘটতে পারে।

কিন্তু সিরিজ ও সিরিজ জয়ের ব্যাপারে অবশ্যই খেলোয়াড়দের মনোনিবেশ করতে হবে। এ সফরে পাকিস্তান দু’টি টি-২০ ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। পাঁচ বছরের মধ্যে উভয় দেশের মধ্যে এটাই হবে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.