আমাদের কথা খুঁজে নিন

   

আহমাদ জাবারি! আমাদের ক্ষমা করো !

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য আহমাদ জাবারি! আমাদের ক্ষমা করো ! ক্ষমা করো এই উত্তর আধুনিক সভ্যতার নিষ্ক্রিয়তাকে! ক্ষমা করো এই উত্তর আধুনিক সভ্যতার অমানবিক অসভ্যতাকে ! ক্ষমা করো আমাদের চরম অসহায়ত্বকে, ক্ষমা করো আমাদের প্রতিবাদহীন নির্লিপ্ততাকে!! তোমার মৃত্যুতে আজ আর মানবাধিকার সংগঠনগুলো কোন বিবৃতি দিবে না। আজ আর কোন শোক দিবস ঘোষণা করবে না কপট বুদ্ধিজীবীর দল। আজ আর হত্যাকারীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করবে না জাতিসংঘ । তোমার মৃত্যুতে আজ আর প্রতিবাদী হয়ে উঠবে না কর্পোরেট মিডিয়া “এক মহান বিপ্লবীর তিরোধান” শীর্ষক কোন কলামও আজ আর লিখবেন না প্রগতিবাদী বুদ্ধিজীবীমহল! যে সভ্যতা কপটতাকে ধারণ করে যে সভ্যতা পক্ষপাতিত্বের ক্লেদাক্ত নর্দমায় আকণ্ঠ নিমজ্জিত আমি তাকে ঘৃণা করি! যে সভ্যতায় জাবারির মত বিপ্লবী নায়কদের সন্ত্রাসী বলে গালি দেয়া হয় আমি তাকে ঘৃণা করি! যে সভ্যতায় জাবারির মত মুক্তিকামী যোদ্ধাকে জঙ্গি বলে গালি দেয়া হয় আমি তাকে ঘৃণা করি!! যে মিডিয়ায় মুক্তিসংগ্রামকে জঙ্গিবাদ বলে চিত্রিত করা হয় আর হানাদার সাম্রাজ্যবাদী হামলাকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বলে চালিয়ে দেয়া হয় আমি তাকে ঘৃণা করি!! যে সভ্যতা ক্ষেপণাস্ত্রের আঘাতে মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের বৈধতা দেয় আমি তাকে ঘৃণা করি! যে সভ্যতা নীরব সহে যায় বিপ্লবী জাবারির নৃশংস হত্যাকাণ্ড আমি তাকে ঘৃণা করি! যে সভ্যতা ক্ষেপণাস্ত্রের আঘাতে অবুঝ শিশু হত্যাকে উপভোগ করে যায় যে সভ্যতা নীরবে সহে যায় পিতাহারা সন্তানের আর্তনাদ, সন্তানহারা মায়ের আর্ত চিৎকার, আর স্বামী হারা নারীর বোবা কান্না আমি তাকে ঘৃণা করি!! যে সভ্যতা গাজাকে জলে স্থলে অন্তরীক্ষে অবরুদ্ধ করে রাখাকে অকপটে মেনে নেয় যে সভ্যতা প্যালেস্টাইনকে পরিণত করে পৃথিবীর বৃহত্তম কারাগারে যে সভ্যতা অবরুদ্ধ জনতার উপর মুহুর্মুহু বিমান হামলাকে নিন্দা জানাতেও কুণ্ঠিত হয় যে সভ্যতা পৃথিবীর সর্বাধিক মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানাতে অপারগ যে সভ্যতা নির্যাতিতের লাশের উপর হানাদারদের পৈশাচিক উল্লাসকে মেনে নেয়; আমি তাকে ঘৃণা করি!! আমি তাকে ঘৃণা করি!! আহমাদ জাবারি! আমাদের ক্ষমা করো ! ক্ষমা করো এই উত্তর আধুনিক সভ্যতার নিষ্ক্রিয়তাকে! ক্ষমা করো এই উত্তর আধুনিক সভ্যতার অমানবিক অসভ্যতাকে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.