আমাদের কথা খুঁজে নিন

   

আহমাদ মোস্তফা কামালের পরাজয় গল্প



গল্পপাঠ গ্রন্থ: দ্বিতীয় মানুষ পাঠ- ২০০৬ গল্পসমূহ: দ্বিতীয় মানুষ, পরাজয়, উপসংহার, সম্পর্ক, বন্ধুর দিনলিপি, অক্টোপাস, স্বপ্নের ফেরিওয়ালা। পরাজয় গল্পটা পড়ার পর আমার পুতুল নাচের ইতিকথা'র কথা মনে পড়লো। সেই যে শশীর বোন যাকে কিনা স্বামী ভেবে সংসার করতে আসা লোকটার রক্ষিতা হিসেবে এক প্রকার বন্ধী জীবন কাটানোর সময় বাদ্য হয়ে মদ খেতে হতো। পরে যখন ফিরে এল, অভ্যাসবশত শশীর ওষুধের আলমিরা থেকে সে পুনরায় চুরি করে খুঁজে নিয়েছিল মদের বোতলটাই। বাক্যটা লেখার সময়কার অনুভূতি আর পরিস্থিতিটা চোখের সামনে যেভাবে আমাকে ধাক্কা দিয়েছিল সেই সময়কার অনুভূতির সাথে যোজন যোজন ফারাক আছে। সে যাই হোক, 'পরাজয়' গল্পের নায়িকা প্রথম স্বামীকে ঘৃণা করা সত্বেও প্রাক্তন প্রেমিকের সাথে বিয়ের পর প্রথম স্বামীর দেয়া অভ্যাসগুলো ছাড়তে পারে নাই। সেই বন্য আদর, যৌথ পরিবারের কোলাহল ইত্যাদি তাকে পুনরায় স্মৃতিকাতর করে তোলে। শেষমেষ আর না পেরে দ্বিতীয় স্বামীকে টকাচ্ছে ভেবে আত্মহত্যা করে বসে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.