আমাদের কথা খুঁজে নিন

   

গণমাধ্যমে সেরা মেধাবীরা আসছে না : প্রথম আলো সম্পাদক মতিউর রহমান

বাংলাদেশের সংবাদপত্র জগতে কিংব্দন্তী মতিউর রহমান। তার হাত ধরে বাংলাদেশের পাচ পাচটি সংবাদপত্র এসেছে। মিডিয়া নিয়ে তার কথা শুনি কান পেতে। দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেছেন, এখনও সংবাদপত্র এবং টেলিভিশনে সেরা মেধাবীরা আসে না। যতদিন পর্যন্ত তারা আসবে না ততদিন পর্যন্ত এটার গুণগত মান উন্নত হবে না।

আমাদের সেই উদ্যোগ নেয়া উচিত কিংবা সেই চেষ্টা করতে হবে যাতে সেরারা আসে। সোমবার রাতে বেসরকারী টিভি চ্যানেল এটিএন নিউজ এর ‘নিউজ আওয়ার এক্সট্রা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে সাংবাদিক মতিউর রহমান বলেন, ‘প্রথম থেকে প্রথম আলো তিনটি লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। আমরা দল নিরেপেক্ষ সাংবাদিকতা করবো। এক নম্বর হবো, ব্যবসায়িকভাবে সফল হবো এবং এটা এমন এক কাগজ হবে যাতে একশ-দু’শ বছর টিকে থাকে।

যেমন ভারতের আনন্দবাজার পত্রিকা দেড়শ’ বছরের বেশি টিকে আছে। অথচ আমাদের এখানে সঠিক পরিকল্পনার অভাবে অল্প সময়ের মধ্যে অনেক সংবাদপত্র বন্ধ হয়ে যায়। তবে তিনি বলেন, এখন অনেক সংবাদপত্র, টেলিভিশন ভালো করছে। মতিউর রহমান একটি জাতির জন্য বিয়াল্লিশ বছর অনেক বেশি না। এই সময়ে আমাদের রাজনীতি-অর্থনীতির ক্ষেত্রে অনেক উত্থান-পতন ঘটেছে।

যদি আমরা রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে স্থিতিশিল অবস্থা তৈরী করতে পারি তাহলে সবকিছুর মতো সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই শিল্পও উন্নত হবে। মতিউর রহমান বলেন, পত্রিকা এবং টেলিভিশনে খবর প্রচারের ক্ষেত্রে একটা নীতিমালা থাকা উচিত। আমাদের একটা বিশেষ নারী নীতি আছে। নারীকে আমরা কিভাবে পত্রিকায় উপস্থাপন করব কিংবা নারীর ছবি কিভাবে ব্যবহার করব ইত্যাদি বিষয়ে। সাম্প্রতিককালে সাগর-রুনির ছেলে মেঘকে কেন্দ্র করে নিউজ লেখা, উপস্থাপনা বা র‌্যাব হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে যেভাবে তার বক্তব্য নেয়ার চেষ্টা করা হচ্ছে এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে।

তিনি বলেন, আমাদের একটা নিউজ নিয়ে বিতর্ক হয়েছিল। আমরা সেটা বিবেচনায় নিয়েছি। অবশ্যই বিবেচনায় আনতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সচেতনতা এবং চিন্তাভাবনার অভাব রয়েছে। আমাদের প্রকাশক এবং সম্পাদকদের জন্য বিষয়গুলো আরও উদ্বেগের।

বিশেষ করে রক্ত, মৃত্যু, হত্যা, নৃশংসতা এগুলো আমাদের বিবেচনায় আনতে হবে। অথচ আমরা এগুলো বিবেচনায় আনি না।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.