সম্ভাব্য সকল সম্ভাবনার পাহারাদার
মৃত কোন স্বপ্নের নায়ক হেঁটে চলেছে,
স্বপ্ন চাষের ভূঁই কে পাশে ফেলে-
দাঁড়ানোর আগেই লুটিয়ে পড়া কিছু দালানকে
পাশ কাটিয়ে।
নায়কের নীল শার্ট ঘামে ভিজে একাকার।
সাদা ছোপগুলো সাক্ষ্য রেখেছে নিরন্তর পথ চলার।
দৃষ্টিসীমার বাইরের কিছু অনুভূতি আজ
নিবিড় হচ্ছে পরম ক্লান্তিতে।
সোনাঝরা গোধুলি তাতে এঁকেছে ব্যর্থতার দগদগে ঘা।
যে চোখে হিমালয় ছিলো
আজ তা তপ্ত লাভার দখলে।
নীলিকার নীলে মিশে যাওয়ার সাথেই
মৃত্যু হয়েছে কিছু রক্তকরবীর,
থেমে গেছে অবারিত স্রোতেরা।
কবে যেনো বলেছিলে, ঝরে যাওয়া কোন বিকেলে
তুমি আমি কিছু সর্বনাশ ভাগ করে নেবো।
বহুদিন পর আজো কথা রাখলেনা নীলিকা।
দেখো তোমার নায়ক একা পথে বসে।
তৃষ্ণার্ত চোখে, ব্যাথাতুর মনে।
তুমি নেমে এসো আজ নক্ষত্রের
ভেলা বেয়ে-শেষ বিকেলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।