আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ তবে নেমে এসো শেষ বিকেলে(১)

সম্ভাব্য সকল সম্ভাবনার পাহারাদার হাঁটছে যখন স্বপ্ন বালক শহরতলি ধরে মেঘের গায়ে লাল আভাটা তার দু চোখে পড়ে। মোড় পেরিয়ে ব্যালকনিতে দৃষ্টি ছুঁড়ে সে, দেখে-প্রেমমগ্ন চড়ূই যুগল নিবিড় আছে বসে। ঘামে ভেজা কপালে সে ঠান্ডা আভাস পায়- আলতো সুরে লাজুক বাতাস লাগছে এসে গায়। বালকের আজ অসুখী মন, ভাবছে সে নিরবে কথা ছিলো এমন ক্ষনে পাশে তুমি রবে। লাল মেঘেরা পাহারা দিবে, চড়ূই গাবে গান, সেই বিকেলে আসবে তুমি, হাসবে ভরে প্রাণ।

আকাশ ভালোবাসতে এতোই- হঠাত চলে গেলে। দিবো নাকি আকাশ পাড়ি? যদি তার ঠিকানা মেলে। সেই বালকের শার্টটি নীল- যেন আকাশ আকাশ। সাদা ছোপে ভরিয়ে ঘাম তাই করছে প্রকাশ। “দেখো চেয়ে আকাশচারী-নীল মেখেছি গায়ে।

তবে নেমে এসো শেষ বিকেলে, ধীর-মৃদু পায়ে। ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।