সামওয়ান উইল উইন দ্য রেস কিছুদিন আগে ছাগু বিষয়ক একটি পোস্ট দিয়েছিলাম। পোস্টের মুল উদ্দেশ্য ছিল চিহ্নিত এক বেহায়া-বেলাজ-বেশরম ছাগুকে দৌড়ের উপর রাখা। সেই পোস্টে একটি অনাকাংখিত ক্যাচাল শুরু হয়।
ক্যাচালের এক পর্যায়ে একজন ব্লগার আরেকজন ব্লগারের পিতাকে জামাতি রাজাকার বলে গালি দেয়। কিন্তু পরবর্তিতে দেখা গেল ঐ ব্লগারের পিতা একজন ড্যাব নেতা।
ড্যাব বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির একটি পেশাজীবি সংগঠন। এর নেতাকে রাজাকার বলা অনুচিত বলে মনে করি।
যাইহোক পুরো বিষয়টি নিয়ে আমি যারা উক্ত ব্লগারের পিতাকে রাজাকার বলেছেন তাদের কাছে প্রমান দাবী করছি। উপযুক্ত প্রমান না দিতে পারলে উক্ত ব্লগারের কাছে লিখিত ক্ষমা চাইবেন।
পুনশ্চঃ ব্লগে কোন রাজাকার পুত্র বা কন্যাকে আগেও মেনে নেয়া হয়নি ভবিষ্যতেও হবেনা।
তাই প্রমান প্রয়োজন।
পুনঃ পুনশ্চঃ যদি আপনি ঝামেলাহীন ব্লগিং করতে চান, মানে এই দু' চারটে কবিতা লিখবেন, এইসব আরকি তাহলে ছাগু বিষয়ক বস্তুর মাঝে নিজেকে জড়াবেন না। আর যদি জড়ান তবে মনে রাখুন ব্লগ অনেকটা বুনো পশ্চিমের মত, এখানে কোমড়ে পিস্তল ঝোলালে তা ব্যবহার করা জানতে হবে। এই জায়গাটায় ব্লগ খুব নির্দয়! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।