https://www.facebook.com/tanvir.mh “একটা হাফপ্যান্ট দেখানতো”
“না আব্বা ফুল প্যান্ট কিন্না দেও”
“সেদিন না ফুল প্যান্ট কিন্না দিলাম”?
“তাড়াতাড়ি পেশাব করতে গিয়া চেইন ছিরা গেছে আব্বা”
ফুল প্যান্ট কিনে দেয়া শেষে এখন ছেলেটির আবদার তাকে জুতাও কিনে দিতে হবে।
“সেদিন না জুতা কিনে দিলাম”?
“আব্বা ফারুইক্কারে লাত্থি মারতে গিয়া জুতা ছিরা গেছে”
সব কেনা শেষে সাইকেলের পেছনে বসে প্রান চকোচকো নামক মিষ্টান্ন খেতে খেতে হটাত মনে হল কালকের ঈদের সকালে চুলের যত্নের জন্য তার তার একটা শ্যাম্পুর ও দরকার।
“আব্বা শানসিল্ক শ্যাম্পু কিন্না দেও”
“পোলায় দেখি আমার শাহরুখ খান”
ছেলেটির নাম আশিক। কিন্তু তাকে নাম লিখতে দিলে বারবারই লেখে “আসক”।
যেদিন নাম লিখতে পারবে সেদিন তাকে একটি পেন্সিল উপহার দেয়ার ঘোষণা দিয়েছি।
সে বলেছে “লগে বেলেট ও দিবেন,পেন্সিল চুক্কাইতে হইবো”
অবশেষে সব কেনাকাটা শেষে সে এখন সম্পূর্ণরূপে প্রস্তুত।
কাল তার আনন্দের সীমা থাকবেনা। সালামি টাকা পাবে অনেক। তা দিয়ে হয়তো অনেক কিছুই কিনবে। গরুর আসে পাশে ঘুরবে।
জবাই এর সময় চোখ বন্ধ রাখবে। বিকেলে বড় একটা মাংসের টুকরা হাতে নিয়ে ঘুরবে।
সবাইকে ঈদ মোবারক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।