আমাদের কথা খুঁজে নিন

   

আব্বা, তুমি কেমন আছো ?? **

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** আব্বা, তুমি কেমন আছো ?? আকাশের রাজ্যে তারাদের সাথে বুঝি খুব খুনসুটি করছ। জানো আম্মা বলেছিল এক ফোটা চোখের পানি ফেলবে না অথচ তার সব গল্পের উৎস তুমি , আগে বলত আমার দেখতে ইচ্ছে করে না এখন বলে ইস তুমি কত ভাল এই সেই। তুমি বুঝি সব শুনো, মুচকি করে হাসো। জানো আজো তোমার গল্প উঠলে সব তোমার দুষ্টুমির ভুড়ি ভুড়ি উদাহরন দেয় কিন্তু শেষে বলে তুমি অনেক ভাল মানুষ। কি জানো আমি ভাল নেই, তোমাকে ছাড়া আমি ভাল থাকি কি করে। তোমার মত তো কেউ অমন মাদুলী বলে ডাকে না। লিলিয়ানের সাথে উর্মি আপুর সাথে [তোমার সাথে আমার বড় বেলার ছবি নেই ] তোমার মত আমি খুঁজে বেড়াই আমার ইউনিভার্সিটির বয়স্ক স্যারদের আমি পেয়েছি এক স্যারের স্পর্ষ, তাকে বাবা ডাকি, তুমি রাগ করনি তো। জানো আমি তোমার মত রসিক আর স্বাধিনচেতা সঙ্গী খুজে বেড়াই, আজ কেন জানি মন ভাল নেই, জানালার পর্দাটাও খুলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ওই আকাশ থেকে বুঝি তুমি আমার অশ্রু দেখে ফেলবে তাই আমি লুকিয়ে আছি, তোমাকে অনেক মনে পড়ে। তুমি আগের মতই সর্বদা হাসিখুশি থেকো। ইতি তোমার মাদুলী থাতুলী চমচম শ্বাশুরী তিথি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।