আজ থেকে দুবছর আগে এই সময় আমি হাসপাতালে ভর্তি। আমার অনাগত্ সন্তান বেঁচে আছে কি তখন ও আমি জানি না। হাসপাতালে ভর্তি হওয়ার পরে ডাক্তার আমাকে বলল 'বাবাকে হারিয়েছ এখন কি সন্তান কে ও হারাতে চাও?'
আমি কান্না বন্ধ করলাম। আমার আব্বা, আমার প্রিয় আব্বা আমাদের ছেড়ে চলে গেলেন। আমার বুকের ভেতর কষ্টরা দলা পাকিয়ে আছে, আমি কঁাদতেও পারছি না।
না ঐ সময়কার অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব না..................
৪ আগস্ট সকালে আব্বা আমাদের ছেড়ে চলে গেলেন। সন্ধ্যায় আমি হাসপাতালে ভর্তি। আমার অনাগত সন্তানকে ঠিক রাখতে ডাক্তার চেষ্টা করে চলেছেন। আমার মা এবং পরিবারের সদস্যরা তখন উদভ্রান্ত।
আগস্টের ৪ তারিখ এলে তাই সব কিছু ভুলে থাকতে চাই।
কামনা করি এত কষ্টের দিন কারো জীবনেই যেন না আসে।
ঠিক এক সপ্তাহ পরে ১১ আগস্ট আমার কোল জুড়ে এল আমার সন্তান।
আমি আর আমার পরিবার যে বিষাদ আনন্দ উপভোগ করেছি, সে গল্প পরে কখন ও বলব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।