আমাদের কথা খুঁজে নিন

   

আব্বা ভাইয়ের গল্প:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

হঠাৎ গল্পটা মনে পড়ল। যদিও গল্প না, একজনের সত্যি ঘটনা। গ্রাজুয়েশন করে বন্ধুর বাড়ীতে গেছি। সে থাকে ভার্জিনিয়াতে। প্রবাসে সুপাএের জন্য অনেকেই তক্কে থাকে।

বন্ধুর সাথে পরিচয় এক ভদ্রলোকের। বয়স্ক। পরিচয়ের সূএ: সেখানকার আরেক বন্ধু। সম্পর্কে তার দুলাভাই। ভদ্রলোক পাএ খুজছেন।

বন্ধু ভদ্রলোকের বাসায় মাঝে সাঝে দাওয়াতেও যায়। কমন দুলাভাই হিসেবে তার সাথে গল্প করে। ভদ্রলোক কাজ করেন একটা কনভেনিয়েন্ট স্টোরে। সেখানে আমার বন্ধুও যায় কফি কিনতে। একদিন সে কফি কিনতে গিয়ে বলে, দুলাভাই কেমন আছেন? ভদ্রলোক হঠাৎ একটু বিরক্ত হয়ে বললেন, এই কি খালি দুলাভাই দুলাভাই বলো।

আমাকে Uncle বলে ডাকবে। বন্ধুর তো আক্কেল গুড়ুম। এটা আবার কি হিসাব? গল্পটা শুনে তখন থেকে বন্ধুকে পরামর্শ দিলাম, ভদ্রলোককে আব্বাভাই ডাকতে। তাহলে দু'কুলই রক্ষা। তারপর থেকে সেই ভদ্রলোকের নাম বন্ধু মহলে হয়ে গেল আব্বা ভাই।

হঠাৎ করে সেই বন্ধুর ই-মেইল পেয়ে আব্বা ভাইয়ের গল্পটা মনে পড়লো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।