ভাল লাগে ভালকে, খারাপ লাগে খারাপকে বন্ধু-১ অনন্ত যাতনায় আমি গিয়েছি ডুবে, বন্ধু এসে তুমি আমার হাতটি ধরে, নিয়েছো তোমার ঐ কোমল অনুভবে, যাতনা হরালো তাই আজ বহুদুরে, ভালবাসা ধোয়া সুখ এল বুঝি দ্বারে, এমন বন্ধু তুমি হয়েছো এই ভবে, বেদনা আজ তাই কাঁদে করুণ সুরে, যত সুখ ধরার আজ আমাতে রবে । মহাকালের মহাস্রোতে হারাবে সব, বন্ধু তুমি থেকো চিরদিন অমলিন, ভালবাসা যত তোমাতে করেছি লীন, চারিধারে রেখো মোর ভালবাসা তব, কখনো কোথাও তুমি যেয়োনাকো দুরে, প্রত্যহ গেয়ো গান তুমি নতুন সুরে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।