আমাদের কথা খুঁজে নিন

   

সনেট ১১ (আশীর্বাদ)

আমি ! অতি সাধারণ ! তবে আছে এক মন ! যার বিস্তৃত গগণ , যেথায় লক্ষ-কোটি নক্ষত্রের ঘূর্ণায়ন, ও একটি হৃদয়ের সঞ্চালন, যার পুরাটা অসাধারণ । সনেট ১১ (আশীর্বাদ) ছেলিটি শান্ত ! মেয়েটি আবেগী চঞ্চলা ! তবে তাদের দুটো মনই পরিষ্কার। সকল মৌ্ন-দ্বার তাদের খোলামেলা তাই সম্পর্কে- সম্পর্ক হল আবিষ্কার। ছেলিটি প্রায় ছোটে দেখতে সোনা মুখ ! মেয়েটিও বলে বার বার এসো তুমি এটুকুতে ছেলেটির বুক ভরা সুখ, তাই দুজনার মন যেন স্বর্গ্যভূমি। ছেলেটির কষ্ট মেয়েটির অভিমানে- তাই তাকে সুখে রাখার প্রতিজ্ঞা আঁকে এ সাহস হল; নয়ন রেখে নয়নে- তাই সব তুচ্ছ; শুধু ভালবাসে তাকে। এটা মুরাদের “প্রেম” সালমার তরে- আমি চাই যে, সুখে থাক জীবন ভরে। সনেট-৮ (Shakespearean) হাসান আল মাহমুদ ১৫/১১/১১__(০৭ : ২৪ pm)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।