আমি ! অতি সাধারণ ! তবে আছে এক মন ! যার বিস্তৃত গগণ , যেথায় লক্ষ-কোটি নক্ষত্রের ঘূর্ণায়ন, ও একটি হৃদয়ের সঞ্চালন, যার পুরাটা অসাধারণ । সনেট ৫ (আরাফাতাংশ ) ৩৭ বর্ষ পূর্বে ! জাতিসংঘ পরিষধে; সকল ফিলিস্তিনির দাবি- “স্বাধিনতা” পিওলো নেতার গর্জন;জোড়াল ক্রধে এসেছিল বাঘ বেসে ; তবু নিরাপত্তা। বারোটা ! লন্ডনে ছয় , মধ্য প্রাচ্চে আট নাবির সাদ ও দারবিশ হস্তে---- লেখা, ভাশনঃ “মম হস্তে অস্ত্র ও শান্তি বাট ধরোনা অস্ত্র ; কর সমাধা”–শান্তি মাখা ন’দিন অন্তে পেল তারা স্ব-অধিকার আর ঐ “পিওলো” ? “পর্যটকের মর্যাদা” হলনা তবু বিলীন ; কালো পতাকার সাঁজলোনা ফিলিস্তিন ! নীল মুছে সাদা আজ ও সেই ৩৭ খণ্ড কষ্টে নিবাস, নেই সেই “আরাফাত”-আছে “মা.আব্বাস”। সনেট-৫ (Shakespearean) হাসান আল মাহমুদ ০৬/১১/১১ (১২ : ৩০ am) মামার বাসা (শাহজাদপুর)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।