আমি ! অতি সাধারণ ! তবে আছে এক মন ! যার বিস্তৃত গগণ , যেথায় লক্ষ-কোটি নক্ষত্রের ঘূর্ণায়ন, ও একটি হৃদয়ের সঞ্চালন, যার পুরাটা অসাধারণ । নবেম্ভর এর ৩ ও ৪ তারিখঃ ওরা দুইজন একসাথে ছিল প্রায় ৪০ ঘণ্টা।
সনেট ৪ (৪০ ঘণ্টা)
৪০ ঘণ্টা তারা একই ছাদের তলে,
দুজন-দুজনার অনেক কাছে আজ।
তাই অপ্রত্যাশিত চাওয়া মনে দোলে।
খুলবে তারা আজ, লুকানো যত ভাঁজ।
এবার কাছাকাছি এসেই স্পর্শ দিল!
মেঘ ডাকল ! বিদ্যুৎ চমকালো দু-মনে-
চঞ্জু ও হস্ত ভাষায় সব কথা হলো।
আনন্দে বিভোর তারা, এ সুখ বর্ষণে।
হয়নি চূড়ান্ত বর্ষণ ! “লিমিটেশন” !
তবু প্রতি মুহূর্ত মাতাল স্বপ্নে গাঁথা ।
এতাও সত্য “মোম অনলে না গলন” !
একেই বলে ধৈর্য, সততা ও ভদ্রতা ।
তবু কি সুদ্ধ হোল, এ শীতল জ্বলা ?
না! এতাও ভুল! পাপ, অবৈধ এ মেলা।
সনেট-৪ (Shakespearean)
হাসান আল মাহমুদ
০৫/১১/১১ (১১ : ৩৭ pm)
আকাশ, নাফি ও মামার বাসা (শাহজাদপুর)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।