প্রিয়া দেখিনি তারে আমি কতকাল হয়েছে; শেষ দেখা হয়েছিল কেরানির বাড়ি। সেই ক্ষণ চলে গেছে বহুদিন পিছে, এভাবে সে ভুলে যাবে ভাবতে না পারি। আমি তো ভুলিনি তাকে কত দিন তাই মিসকল দিয়ে গেছি তারে একাধারে, আশা নিয়ে কল করি, আজ যেন পাই- কারা যেন ফোন ধরে গালি ছুড়ে মারে। অবশেষে একদিন প্রিয়া ফোন দেয় কত কথা বলল যে মুখে নিয়ে হাসি, সবশেষে এই বলে বিদায় সে নেয়- ”মিসকল না দিলে হব খুবই খুশি”। সেই প্রিয়া চলে গেছে তবু পড়ে মনে, ফিরে পেতে চাই তাকে, চাই এ ভূবনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।