আমাদের কথা খুঁজে নিন

   

জাগ্রত চেতনা

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই। ওরে প্রবীণ জাগিছে নবীন দেখিছে চাহিয়া বিশ্ব, চোখে পড়ে নাই বৃষ্টি বিলাস, তন্দ্রা বিলাস বিলাসীতার যত দৃশ্য, চোখে পড়েছে দুঃখ দারিদ্র্য আর নিপিড়িত জনতার সব দৃশ্য। আজ তাদের ব্যথায় ব্যথিত হৃদয় জেগে ওঠে নতুন শপথে, আজ তোদের জ্বালাময়ী উপহাস বল দমিবে তাদের কেমনে। নাড়িলে আগুন জ্বলে যে দ্বিগুণ পুড়িয়ে করে ছাড়খার, তোদের কাছে আজ মোরা মানবনা হার। তবু ক্ষীণ আশা জাগে মনে তোদের পাথরসম হৃদয় একটু যদি গলে, একটি চেতনা জাগিয়ে তুলিস তব মনে মানবিক চেতনা বলে যারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।