আমাদের কথা খুঁজে নিন

   

সুপারহিরো

Shams কখনও ব্যাটম্যান হয়ে জোকারকে উড়িয়ে দিতে ইচ্ছা করে! কখনও আবার ইচ্ছে করে দুম করে ডক্টর অক্টাভিয়াসকে বগে পাওয়া যেত, তা হলে বেশ হতো! ছোটবেলা থেকে শুরু করে বড় হয়ে যাওয়ার পরও মাঝে মাঝেই এমন সব অদ্ভুত চরিত্র আমাদের কল্পনার জগতে এসে হানা দেয়। ছোটবেলা থেকেই আমরা কেউ ব্যাটম্যান আবার কেউ সিন্দাবাদকেও নকল করেছি। আজকাল অবশ্য ধরনটা একটু বদলে গেছে। এখনকার বাচ্চাদের কাছে সুপারম্যান বা সিন্দাবাদরা 'ওল্ড ফ্যাশন'। কল্পনার জগতে জায়গা করে নিয়েছে এখন এক্স-মেন দলের সদস্য উলভারিন বা হাল্ককে।

পড়ার বইয়ের মাঝে লুকিয়ে এদের কমিক্স পড়তে পড়তে মন চলে যায় সেই কল্পলোকে। যেখানে নিজের শরীরের মধ্যেই সে অনুভব করতে লাগে, সেই অতিমানবীয় শক্তি যা দিয়ে সে সব দুষ্টু লোককে ধ্বংস করে দেয়। সিনেমা আর কমিক্সের দুনিয়াকে দেখে ছোটরা ভাবতে শুরু করে, হয় অন্য গ্রহের কোনও আলোকরশ্মি বা কোনও ইনজেকশনের মাধ্যমে শরীরে একটা শক্তি প্রবেশ করবে। একবার এক ইন্টারনেট সাইটে একটি তথ্যে দেখা গিয়েছিল, প্রতি বছর গুগলে সব থেকে বেশি সার্চ দেয়া হয় 'হাউ টু বিকাম অ্যা সুপারহিরো' বলে। কেউ চায় যে তার হাত থেকে বেরিয়ে আসুক ধারালো অস্ত্র! কেউ আবার চায়, তার মধ্যে সৃষ্টি হোক অতিমানবীয় শক্তি! কেউ আবার ভাবছে অদৃশ্য হয়ে ঘুরে বেড়াবে, বেড়াতে পারলে বেশ হতো।

কিন্তু সত্যি বলতে কী, এই শক্তি সঞ্চালন আমাদের হাতে নেই। যদি আসার হয় এমনিতেই আসবে। বংশ পরম্পরায় জিনঘটিত বদলের ফলেই তা আমাদের শরীরে চলে আসতে পারে। আর তাও হাল্ক বা উলভারিনের মতো করে নয়, সাধারণভাবে। আমাদের চোখের সামনেই আমরা প্রচুর আশ্চর্যের জিনিস দেখতে পাই।

তবে সিনেমার মতো নয় বলে আমরা সেগুলোকে গুরুত্ব দিই না। কারও হাতের ছ'টা আঙুল বা কারও শিরদাঁড়ার পেছনে বেড়ে গিয়ে লেজ বেরোনোটাও 'মিউটেশন' বা অভিব্যক্তির লক্ষণ। এমনকি গায়ে শ্বেতি পড়াও তাই। গবেষকরা গবেষণার মাধ্যমে কিছু কিছু কৃত্রিম অঙ্গ গড়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু তা কোনওভাবেই ছবি বা সিনেমায় দেখানো শক্তির মতো নয়। যে কোনও মানবদেহে জন্মের সময়েই জিনঘটিত পরিবর্তনের জেরে শরীরে কিছু শক্তি উৎপন্ন হওয়াটা অস্বাভাবিক নয়।

এটা পুরোপুরি প্রকৃতি এবং তার চারপাশের সুস্থ পরিবেশের ওপর নির্ভর করেছে। তোমার-আমার সবার মধ্যেই কিছু অতিমানবীয় শক্তি রয়েছে। তাও গুগলে 'সুপার হিউম্যান'-এর খোঁজ না করে নিজের ভেতরে খুঁজে দেখ, তা হলেই দেখবে তুমি অন্যদের থেকে আলাদা ও শক্তিশালী। তোমাদেরই কেউ খুব ভালো অংক করতে পার, কেউ আবার দারুণ ছবি আঁকো, গান গাও, কাউকে সবাই 'পাড়ার সাকিব' আখ্যা দিয়েছে। সেটাই কি কম শক্তি।

সেই শক্তিকেই তোমরা সঠিকভাবে কাজে লাগাতে পারলে, দেখবে সিনেমার সুপার হিরোদের ছেড়ে লোকে তোমাদের নাম দিয়েই গুগল সার্চ করছে। মনে আছে তো স্পাইডারম্যান ছবির বিখ্যাত উক্তি_ "With great power comes great responsibility."  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.