আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার্স তদন্ত পাতা-সাগর-রুনি মার্ডার কেইস - ব্লগার্স চার্যশিট

we need to read and understand the order given to us the QUR'AN and spread the TRUE message of ISLAM , The love for your fellow human, the respect for WOMEN, making world a Better Place সাগর-রুনি মার্ডার কেইস - ব্লগার্স চার্যশিট ১. হত্যাকারী: এটিএন বাংলার চেয়ারম্যানের ছোটভাই গং। প্রথম দিনেই সে ধরা পড়ে পুলিশের হাতে। সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে তাকে পরের দিন ছেড়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়। ২. খুন হওয়ার কারন: বিমান মন্ত্রী ফারুক খান, তার প্রতিষ্ঠান সামিট গ্রুপ ও সরকারের উচ্চ পর্যায়ের অপকর্ম নিয়ে মেহেরুন রুনি একটি সেনসেটিভ এন্ড এক্সক্লুসিভ প্রতিবেদন তৈরি করেছিল যেটি সে এটিএন বাংলায় প্রকাশ করতে চেয়েছিল। ৩. যেটি এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের নির্দেশে প্রচার করা হয়নি।

যা রুনি পরবর্তীতে সাগরকে দেয়, সাগর মাছরাঙা টেলিভিশনে প্রচারের উদ্দোগ্য নেয়। ৪. এ দিকে মাহফুজুর রহমান উল্টো বিষয়টি প্রধান মন্ত্রী ও ফারুক খানের কাছে বলে দেয়। ৫. এই রিপোর্টের কথা শুনে প্রধান মন্ত্রী ও ফারুক খান ভিষন ক্ষিপ্ত হয় এবং ফারুক খানকে দায়িত্ব দেয়া হয় তথ্যগুলো ওদের কাছ থেকে আনতে। আর আজকের আতা স্বপন এর একটি পোস্টে আরো কিছু তথ্য লিংক Click This Link র‌্যাব থেকে বলা হলো ডি.এন এ টেস্ট করা সময় সাপেক্ষ হঠাৎ কি এমন যাদুর চেরাগের সাহায্যে এতো দ্রুত ডি.এন.এ টেস্ট হয়ে গেল। বলছেন, জর্জ মিয়া নাটক করা হয়নি।

অথচ এখানে দেখা যাচ্ছে জজ মিয়া নাটকের ২য় পর্ব সিকুয়েল তৈরি করা হয়েছে। সাগর-রুনির বাসার নীচ তলাতে নাকি মাফুজুর রহমানের ছোট ভাই থাকতেন। তদন্তে তা আসেনি। মাহফুজুর রহমান সম্পর্কে ওকোন কথা রিপোর্টে নাই। অথচ সাংবাদিকদের দাবি ছিল তাকে গ্রেফতরা করা হোক।

সে সবকিছু জানে। আর সাগর রুনী নিয়া আমাদের নেতা-নেত্রীদের মহান বানী -কৃতগতা Click This Link ১১ ফেবরুয়ারি ২০১২ : আটচল্লিশ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ১৩ ফেব্রুয়ারি ২০১২ : সাগর- রুনি হত্যাকাণ্ডের তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে : আইজিপি হাসান মাহমুদ ১৪ ফেব্রুয়ারি ২০১২ : শতভাগ নিশ্চিত না হয়ে পুলিশ কাউকে গ্রেফতার করবে না : ডিসি ডিবি মনিরুল ইসলাম ১৬ ফেব্রুয়ারি ২০১২ : সাগর- রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াত-শিবির জড়িত : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু ১৮ ফেব্রুয়ারি ২০১২ : সাগর- রুনি হত্যামামলার তদন্ত কার্যক্রম প্রধানমন্ত্রী নিজেই পর্যবেক্ষণ করছেন : স্বরাষ্ট্রমন্ত্রী ২১ ফেব্রুয়ারি ২০১২ : ডেটলাইন দিয়ে তদন্ত হয় না : ডিএমপি কমিশনার বেনজির ২৩ ফেব্রুয়ারি ২০১২ : সরকারের পক্ষে কারও বেডরুম পাহারা দেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ ফেব্রুয়ারি ২০১২ : সাগর-রুনি হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে : ডিসি ডিবি মনিরুল ইসলাম ১৮ এপ্রিল ২০১২ : সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তে আমরা ব্যর্থ হয়েছি : ডিসি ডিবি মনিরুল ইসলাম (হাইকোর্টে) ৩০ মে ২০১২ : সাগর- রুনি পরকীয়ার বলি : মাহফুজুর রহমান মে ২০১২ : সাগর-রুনির হত্যাকারীরা পেশাদার খুনি নন, ছোরার এত আঘাতে সেটাই মনে হয় : র‍্যাব ৯ অক্টোবর ২০১২ : পেশাদার খুনিরাই সাগর- রুনিকে হত্যা করেছে, মোটিভ নিশ্চিত হওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর আর কি বলবো পরের ঘটনা তো সবাই জানেন দেখেন মাহফুইজ্জা কি বলে এই খানে বলে মদের আড্ডার কথা: সাগর রুনীর জন্য নয়, বরং সাগর রুনী নিয়ে কুরুচীপূর্ণ বক্তব্য প্রদানকারী এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের জন্য মাইক্রোফোন হাতে নিয়েছে মামুনুর রশিদ, শহিদুজ্জামান সেলিম, জাহিদ হাসান এর মতো নাট্য ব্যক্তিত্বরা। এ কোন রহস্যের দরিয়ায় ফেলে দিলেন আমাদেরকে!! দেখেন: ফকির লাল মিয়া অন মাহফুজ প্রথম আলোর অনলাইন জরিপ ফলাফল: [ ২০১২-১০-০৯ - ২০১২-১০-১০] সাগর-রুনি হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আপনার আস্থা আছে কি? ভোট দিয়েছেন ৩৫৯৮ জন| হ্যাঁ (৩০৫), না (৩২৫৯), মন্তব্য নেই (৩৪) হ্যাঁ ৮.৪৮% না ৯০.৫৮% মন্তব্য নেই ০.৯৪% উপরোক্ত বক্তব্য কোনভাবেই আমার ব্যক্তিগত মতামত নয়, বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র ফেইসবুকে প্রকাশকারীর যা প্রকাশ হয়েছে ফেইসবুকের ব্লগার্স তদন্ত পাতা পেইজে...পাওয়া যাচ্ছে এইখানে: https://www.facebook.com/bloggerstodonto বিদ্র: একটি কাল্পনিক ও উর্বর মস্তিস্কের ডিজিটাল টালটাল টালমাল, আবুল সংস্করণঃ বাস্তবের কোন ঘটনার সাথে এর পাত্র পাত্রীর কোন মিল নাই। কাকতালীয় ভাবে কেউ এর সাথে কোন মিল খুঁজে পেলে আমি ধরে নিবো তার মস্তিস্ক আমার মতোই ভাইরাস আক্রন্ত হয়েছে এন্টি ভাইরাসের দরকার নাই সবচেয়ে ভাল ইফেক্ট হবে যুগের সাথে জী হুজুর করতে পারলে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.