জাতিসংঘের খাদ্য সংস্থা মঙ্গলবার জানিয়েছে, বিশ্বে এখনও প্রতি ৮ জনে ১ জন মানুষ ক্ষুধার্ত। এই পরিস্থিতি ‘গ্রহণযোগ্য’ নয় উল্লেখ করে সংস্থাটি বলছে, বিশ্বে ক্ষুধার বিরদ্ধে লড়াইয়ের গতি ধীরে ধীরে কমছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্য সংকট সম্পর্কিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০১০-১২ সালে বিশ্বের জনসংখ্যার প্রায় ৮৭ কোটি অপুষ্টির শিকার এবং ক্ষুধার্ত লোকের সংখ্যা এখনও অপ্রত্যাশিতভাবেই বেশি। এফএও’র এই হিসাব অনুযায়ী বিশ্বে এখনও প্রতি আট জনে একজন মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এফএও প্রধান জোসি গ্রাজিয়ানো দ্যা সিলভা বলেন, ‘আমরা এমন এক পৃথিবী চাই যেখানে সকলের জন্য পর্যাপ্ত খাদ্য থাকবে এবং সেখানে কেউ অভুক্ত থাকবে না।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।