আমাদের কথা খুঁজে নিন

   

শৃঙ্খলা ভঙ্গের অধিকার নেই

ধুসর শৃঙ্খলা ভঙ্গের অধিকার নেই আমাদের এই ক্ষুদ্র জীবন যাপনে অধরা / অকল্পনীয় অনেক কিছুকেই আমাদের স্বাভাবিক বলে মেনে নিতে হয় আসলে আমাদের এই যাপিত জীবনের নিগুর রহস্য আমরা কখনই উদঘাটন করতে সমর্থ নই বাস্তবিক পক্ষে এই পৃথিবীতে আসা এবং চলে যাওয়াটা ই আমার কাছে ফেক মনে হয় তাই " খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় "....এই প্রশ্নটি ই আমার কাছে সর্ব উত্কৃষ্ট জিজ্ঞাসা .... প্রায় ই মনে হত ..এই পৃথিবী তে আমি ই বোধয় মুখ্য, আর অন্য সব কিছু ই গৌন আমার দৃষ্টি নিক্ষেপ ই যেন নির্ধারণ করত কোনো জিনিসের অস্তিত্ব পাওয়া বা না পাওয়া .... মৃদু বাতাসে গাছের পাতার দোল খাওয়া, আকাশে সাদা মেঘের বিচরণ কিংবা ঘটে যাওয়া কোনো অনাকাংখিত ঘটনাও যেন অর্থ বহন করত কেবল মাত্র আমার দৃষ্টি গোচর হওয়ার কারণেই .... আমি কার্যকারণে বিশ্বাসী ...কিন্তু কার্যকারণের অন্তিম শিখরে গিয়ে যা পাওয়া যায় তার কোনো কার্যকারণ খুঁজে পাওয়া যায় না ...আর সেটি হলো ইশ্বর ....আর এ ক্ষেত্রে ই আমাদের চিন্তার স্বাধীনতার পায়ে শৃঙ্খল পরাতে হচ্ছে ... .যে শৃঙ্খলা ভঙ্গের অধিকার নেই আমাদের এই ক্ষুদ্র জীবন যাপনে.....II

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.