মানুষ by default খারাপ । (আমার অনেক অনেক খারাপ দিক বা অভ্যাস আছে । ) তাকে শিখাতে হয়, বুঝাতে হয়, চাপের মধ্যে রাখতে হয় খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য। এজন্য সমাজব্যবস্থা, রাষ্ট্রের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন ।
বর্তমান সরকার কি তা পালন করছে ? সন্ত্রাস, দুর্নীতি ও দলীয়করন আজ পুর্বের যে কোন সময়ের চেয়ে বেশী ।
এই অবস্থা চললে ভবিষ্যত সরকারের ক্ষেত্রে আরো বাড়বে । এই অবস্থা দেখলে মনে হবে, বর্তমান সরকার হচ্ছে একটি দলীয় সরকার । দলীয় কর্মীদের ক্ষেত্রে সাত খুন মাফ । পুলিশ চলছে দলীয় কর্মীদের অনুশাসনে । দমননীতি এখন চরম তুঙ্গে ।
এই সব করতে যেয়ে পুলিশ সামগ্রিক আইনশৃংখলা রক্ষা করতে পারছে না । এজন্য সরকারের উচিৎ দমননীতি পরিহার করা । রাষ্ট্রের কল্যানের দিকে নজর দেওয়া । জনগনের কস্ট কমানো । তা কি হচ্ছে ? জনগন অতিষ্ঠ ।
কেউ কেউ বিপথে চলে যাচ্ছে । ফলে একের পর এক অপরাধ ঘটনা ঘটছে । একে কেউ কেউ রাজনীতিকরন করছে । কিন্তু অপরাধ কমছে না । কমবেও না ।
বরং একটা অপরাধ ঘটনা দিয়ে পূর্বে অপরাধ ঘটনা replaced হচ্ছে । এজন্য অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র ।
এর result হচ্ছে রামু ঘটনা । আমি সত্যি ব্যথিত ও উদ্দিগ্ন । পুলিশ-প্রসাশন জানার পরেও এধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটলো ।
কোন মুসলিমের পক্ষে এধরনের ঘটনা ঘটনো অসম্ভব । কিন্তু বাস্তবতা হলো লেবাসধারি মুসলিমের পক্ষে এধরনের ঘটনা ঘটনো হয়েছে । মুসলিমদের জন্য এটা কলংক বৈ আর কিছু নয় । অন্ততঃ মুসলিমদের জন্য । ইসলামী সংগঠনগুলো এই কাজ করা উচিৎ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।