Quazi Hassan’ World of Writings সরকারী টিভির প্রযোজকঃ আপনি খবর পড়তে পড়তে কাশলেন কেন? তাও আবার এত জরুরী একটা খবার পড়ার সময়??
সংবাদ পাঠকঃ জ্বী মানে কাশি হঠাৎ চলে আসল।
প্রযোজকঃ কাশিটা আটকিয়ে রাখতে পারলেন না। বিজ্ঞাপনের সময় যত খুশী কেশে নিতেন।
সংবাদ পাঠকঃ আসলে কাশিটা অনেকক্ষণ ধরে আটকিয়ে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু ওই জায়গায় এসে আর পারলাম না।
প্রযোজকঃ এতই যদি কাশির সমস্যা, তা হলে কাশির ওষুধ খেয়ে আসলেন না কেন?
সংবাদ পাঠকঃ আগে তো কখন কাশির নিয়ে এ রকম সমস্যা হয় নি।
প্রযোজকঃ তা হলে এই বার এই সমস্যা হল কেন?
সংবাদ পাঠকঃ জ্বী মানে, হাসি আটকাতে যেয়েই তো কাশিটা চলে আসল।
প্রযোজকঃ খবর পাঠ কি হাসির? না কি এটা জোকস। আমার সাথে ফাজলামি করেন?
সংবাদ পাঠক: জ্বী মানে, বিশ্বাস করেন কাশিটা আটকানোর সব চেষ্টাই আমি করেছি।
প্রযোজকঃ জ্বী মানে, জ্বী মানে করে আমার মাথা আর গরম করে দিবেন না। সংবাদের মধ্যে হাসির কি দেখলেন?
সংবাদ পাঠকঃ জ্বী মানে, আপনার লেখা খবরগুলো একটা থেকে আরেকটা হাসির!
প্রযোজকঃ আপনি কি বলতে চান?
সংবাদ পাঠকঃ আমার তো মনে হচ্ছিল, সবাইকে আমি রুপকথার গল্প পড়ে শুনাচ্ছি।
রাজা মন্ত্রীরা সুন্দর সুন্দর পোষাক পড়ে ক্যামেরার দিকে হাসি হাসি মুখ করে সব সমস্যার সমাধান করে ফেলছেন। এ রকম আজগুবি কথা মানুষকে শুনালে হাসি তো এমনিই চলে আসে।
প্রযোজকঃ কৈ আর কোন পাঠক তো হাসে না?
সংবাদ পাথকঃ জ্বী মানে, হয়তো ওদের অধিক শোকে পাথর হয়ে যাবার অবস্থা হয়। হাসতেই ভুলে যায়...। ।
প্রযোজকঃ আপনিও তাই করলে পারতেন। এখন আমার, আপনার দু জনের চাকরি ধরে টান পড়েছে।
সংবাদ পাঠকঃ জ্বী মানে, যখন আপনার লেখা থেকে পড়ছিলাম; রাজা মোহদয় বলছেন, দেশে এখন কোন খাতেই দুর্নীতি হয় না। তখন হাসির থেকে আসা কাশিকে কোন ভাবেই আটকিয়ে রাখতে পারলাম না।
প্রযোজকঃ ফাইজলামো ছাড়েন.........
সংবাদ পাঠকঃ ব্যাপারটা আসলে উল্টোটা না? এমন কি কোন খাত আছে যেখানে দুর্নীতি হয় না? এ রকম উদ্ভট কথা বললে এমন তো হবেই।
হাসি তো লাগবেই, কাশি তো এমনিই চলে আসবে...।
প্রযোজকঃ এই সব আমার ব্যাপার না......
সংবাদ পাঠকঃ তা হলে সংবাদ পাঠ না করে, কিছু জোকস পড়ে দিয়ে আসলে হয়। জনগণ অন্তত বুঝল তাদেরকে ধরে ধরে অবাস্তব রুপকথার গল্প বলা হচ্ছে না।
প্রযোজকঃ বুঝছি খবর পাঠ আপনার কাজ না। এই মুহূর্ত থেকেই আপনার চাকরি নট।
বাড়ি যান, যতখুশী কাশেন আর হাসেন, হাসেন আর কাশেন; কেও কিছু বলবে না। যতসব ঝামেলা, দেখি এখন কিভাবে নিজের চাকরিটা বাঁচাই !
প্রথম আলো ২ অক্টোবর, ২০১২ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থানের কথা পুনরুল্লেখ করে বলেছেন, তাঁর সরকারের সময় জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ কোনো খাতেই দুর্নীতি হয়নি
অক্টোবর ০১, ২০১২
http://www.lekhalekhi.net
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।