আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়াস কবিতা-৬

বন্য আমি এক আদিম হোমো, স্যাপিয়েন্স শব্দটাও যোগ করতে হবে কিন্ত। আধুনিক বোকা মানুষগুলো মাঝে মাঝে ওদের জন্য বড়ো মায়া লাগে লেজ খসে যাওয়ার দুঃখে কোথায় যে ছুটছে আর ছুটছে জিজ্ঞেস করলে কিচ্ছু বলতে পারেনা বিবর্তনটা যা হোক রসিক ভারী। লেজ খসে যাওয়ার অবচেতন কষ্টটা হোমোগুলো কে সেই থেকে দিন রাত তাড়িয়ে মারছে। ভাবি আর ভেবে শুধু হাসি পায় ‘কত যে রঙ্গ বলে কিনা সভ্য শুধু যদি জানত এতোটুকু সত্য পৃথিবীটা আসলে বন্য বন্য বন্য... ’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।