আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়াস কবিতা-৩

আমার আর ফেরা হবে না... আমার আর ফেরা হয়না সন্ধ্যায় যখন পুবের জানলা দিয়ে পোয়াতি চাঁদ টা উঁকি দিল আমি ঠিক তখনি বুঝে গিয়েছি তুমুল এক জোসনা প্রসব করবে বেটী আমার আর বুঝি ফেরা হবে না। রাতের বেলা প্রহর গড়ালে চাঁদের কোলে, ঠিক চাঁদের মত ফুটফুটে এক জোসনা বসে আদর খায় তখন চন্দ্র কন্যা জোসনা বিবির নিতান্ত শৈশব... কলকল, ছলছল হাসির আলোয় প্রহর ফুরানোর আশীর্বাদ অথবা অভিশাপে যৌবন এসে ভর করে চন্দ্র কন্যার কপালে আহা মরি মরি, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়... আমার মনে তখনি ঘণ্টা বেঁজেছে আজকে আর ফেরা হবে না। গড়ের মাঠের ডাইনি টাও চক্ষে বহু দিবসের নিশাচর ক্ষুধা নিয়ে পুকুড় ঘাটের জলে তাকিয়ে, নির্নিমেষ বসে থাকে... সেই খবরে লবন পর্বতের কোলের কিছু মেঘের পোনা রওনা দেয় বাতাস দূতের কাঁধে ডানা ছুঁইয়ে... আজকেই তাহলে সেই দিন আমি ঠিক তখনি বুঝে গেলাম চাঁদের আলোয় পায়ের তলা ভাল করে ধুয়ে নিয়ে আষাঢ়ের ভরা পূর্ণিমায় পথে নেমে পড়লাম আমি জানতাম, আমার আর ফেরা হবে না... ১৮/০৮/২০১২, যশোর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।