আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়াস কবিতা-৪

মন খারাপের গান কোথা থেকে রাজ্যের মন খারাপ গুলো যে সব উড়ে আসল! কেন রে ? মন খারাপের ছানাগুলো, তোদের কি ঘর বাড়ি নেই? শুধু শুধু তোরা আমার চালেই কেন বাসা বাঁধিস? অবশ্য তোদেরই বা দোষ দেব কেন? কেমন সব সুখী সুখী মানুষগুলো! ওদের ভিটেই তোদের কি আর ঠাঁই আছে? গেলেই কেমন দূর দূর ঝাঁটা মেরে তাড়িয়ে দেয়! আমি কিন্তু পারিনা এমনটা আমার ভীষণ মায়া পড়ে গেছে সেই কবে থেকে বিকেল হলেই ডানা মেলে উড়ে আসিস তোরা তোদের হাত ধরে খেলতে খেলতেই না বড় হয়ে গেলাম! সেইসব তো কোন সুদূরের কথা... সেইসব যেন গতকাল কার কথা... ভুলগুলো কবেই ফুল হয়ে ঝরে গেছে তোরা তবু পিছু ছাড়লি না বিষন্নতা শিকারী ঘুঘু’র দল তোদের গান এ করুনা ঝরুক ............... করুনা ঝরুক।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।