আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের প্রয়াস

ভিজিট করুন ক্রিকেটটুমরো ডটকম: বিশ্বের সামনে টাইগারদের তুলে ধরতে সহায়তা করুন...

২০০৮ সালের নভেম্বরে প্রবাসী কয়েজনের প্রচেষ্টা শুরু হয় শুধু ক্রিকেট বিষয়ক নিউজ সাইট ক্রিকেটটুমরো ডটকম। প্রথম থেকেই বাংলাদেশের বার্তাসংস্থা বিডিনিউজ এবং বিশ্বের অন্যতম বার্তা সংস্থা এএফপি'র সঙ্গে চুক্তি করা হয় ক্রিকেট বিষয়ক নিউজের জন্য। সেজন্য নিজেদের পকেটের টাকা দিয়ে গেছেন ওই প্রবাসী উদ্যোক্তারাই। এখনো দিয়ে আসছেন। গড়ে তুলেছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়াতে দুটি চৌকষ কর্মী বাহিনী।

ইউনিভার্সাল কন্ট্রোল প্যানেলের মাধ্যমে অন্তত ছয়টি দেশ থেকে প্রতিনিয়ত সংবাদ আপডেট হচ্ছে এই সাইটটিতে। প্রায় এক বছরে কোনো প্রকার আর্থিক সহায়তা ছাড়াই শুধু ক্রিকেটের প্রতি ভালোবাসা আর প্রবাসী উদ্যোক্তাদের কল্যাণে চলছে এই সাইটটি। ঢাকায় বারিধারায় নেওয়া হয়েছে অফিস। নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজন তরুণ সাংবাদিককে। বলছিলাম সেই ক্রিকেটটুমরোর সৃষ্টির কথা।

আমরা কোনো প্রকার প্রচারণার প্রয়োজন বোধ করিনি কনটেন্ট ভারি করার আশায়। এখন বলতে পারি সাইটটি অনেক পরিপক্ক। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা বাংলা এবং ইংরেজি দুটি ভাষাকেই সমান প্রাধান্য দিয়ে আসছি। বলতে পারেন এটি একটি দ্বিভাষিক নিউজ সাইট। আমাদের এই প্রচেষ্টা তখনই অর্থবহ হবে যখন দেখবো এই সাইটটি নিয়ে টুকটাক আলোচনা হচ্ছে।

তবে জোর করে তো আর আলোচনা আদায় করা যায় না, দরকার ভালো ভালো লেখা। ক্রিকেট বিষয়ক যেকোনো ভালো লেখা আমরা প্রকাশের ব্যাপারে উদার। সবার সর্বাত্মক প্রচেষ্টাই আমাদের কাম্য। আমাদের লক্ষ্য বাংলাদেশের ক্রিকেট জোয়ারকে সাড়া বিশ্বের সামনে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন। আমাদের উন্মাদনা, আমাদের উচ্ছ্বাস যেই ক্রিকেটকে ঘিরে তা শুধু নিজের মধ্যে নয় ছড়িয়ে দিন তথ্য আকারে।

বিশ্ব জানুক দারিদ্র্য আর দুর্যোগকে মোকাবিলা করেও আমরা কতোটা আমুদে। দীর্ঘশ্বাসের মাঝেও নিজের দেশকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার ব্যাপারে কতোটা উদগ্রিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।