আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দের পতন!

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. খুব ভরে জাম গাছে কালো কালো বড় জাম। পাকা পাকা রস রসে টস টসে খুজে খুজে বের করা.. খেয়ে যাওয়া আর অন্যকে খাওয়ানোর প্রচেষ্টা ভুরু কুচকে অবশেষে মুখে পোড়া হেসে দিয়ে ঘুম ভাঙা। চমৎকার এক সকালের প্রত্যাশায় মন ভরে থাকে ভারাক্রান্ত বিলাসিতায় চেয়ে থাকা অপলক তারায় তারায় ধোয়া উঠা চায়ে তাকিয়ে থাকা আঠারো তালার জানালার ফাক দিয়ে দুর দুরান্তে মনের প্রান্তরে তখন শান্ত। সন্ধ্যায় বৃষ্টি প্রচন্ড বাতাস। খোলা চুল এলোমেলো। ছাতাহীন এই আমি রাজপথে হাটছি চুপি মুখে হাসি নিয়ে ভাবছি একাকি। জোর পায়ে হেটে হেটে ভিজে ভিজে চুপ চুপে তার পর অবশেষে নীড়ে ফেরা ফিরে আবার সেই একি বিলাসিতা.. যেন ছেয়ে আছে আমার সারাটা সকাল,বিকাল আর সণ্ধ্যাটাও! তার পরও করে যাওয়া প্রচেষ্টা.. ভালো থাকার আপ্রান চেষ্টা মনে মনে বলে যাওয়া তুমি ভালো থেকো। খুব ভালো! এইটা কি লিখছি নিজেও জানি না! যাহা মনে এসেছে তাহাই লিখিয়াছি! ভালো না লাগলে ভালো না লাগায় ক্লিক করবেন! কোন অসুবিধা নেই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.