আমাদের কথা খুঁজে নিন

   

যে সকল রামছাগল এখনো চিল্লায় ঃ সহি আশরাফুল নামা

অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান আচরাফুলের নানা কীর্তি আজ আমরা শুনে ধন্য হব। দাদার আমলে তিনি বছরে দুয়েকবার ভালো খেলে কিছু সুনাম পেয়েছিলেন বটে কিন্তু পরিসংখ্যান কথা বলে। আজ আমি তাকে তুলনা করব অত্যন্ত নিকৃষ্ট প্লেয়ার , বেয়াদব তথা তেল দেয়ার ক্ষমতাহীন তথা সাংবাদিকদের টাকা পয়সা দিতে ব্যর্থ সাকিব খান থুক্কু সাকিব আল হাসান এর সাথে। সাকিব ভাই নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন তাই তুলনা শুধুই ব্যাটিংয়ে হবেঃ সাকিব আল হাসানের ওয়ানডে গড় ৩৪.৬৯ (এতো কম) ধুতরাফুলের ওয়ানডে গড় ২২.৭৮ তাতে কি আশরাফুল ভালো খেলে!! উনি অনেক ম্যাচ জেতান। আসুন দেখি সত্য কি বলেঃ যেসব ম্যাচে তারা খেলেছেন ও বাংলাদেশ জিতেছে সেখানে সাকিব আল হাসানের ওয়ানডে গড় ৫৪.৬ (এতো কম) আশরাফুলের ওয়ানডে গড় ৩৮.৪ তাইলে বাংলাদেশকে জেতাতে কার অবদান বেশী?? গত দুই বছরে আশরাফুলকে খেলানো নিয়ে বহুত কথা শোনা যায়।

দেখি উনি কি করেছেনঃ আশরাফুলের ওয়ানডে গড় ১৫.৭৬ (২২ খেলায়) বাংলাদেশ জিতেছে এমন খেলায় গত দুই বছরে আশরাফুলের ওয়ানডে গড় ১৪.৪২ তার মানে বাংলাদেশ হেরেছে এমন ম্যাচে আশ্রাফুলের গড় গত দুবছরে বেশি। তাহলে কি বলতে পারি উনি নিজের জান বাচাতে ঠেকিয়ে খেলেন বলে বাংলাদেশ কিছু ম্যাচ হেরেছে। আশরাফুল ব্যস্ত থাকেনঃ সাকিব অতটা দেশপ্রেমিক ননঃ আশরাফুল যে কোনরকমে দলে জায়গা বাচিয়ে খেলার চেষ্টাই করেন তা দেখা যায় সবসময়ঃ সিরিজের ১ম খেলায়ঃ সাকিবের গড়ঃ ৩১.৫০ আশরাফুলের গড়ঃ ২৮.৬৭ সিরিজের ২য় খেলায়ঃ সাকিবের গড়ঃ ৩০.৫৭ আশরাফুলের গড়ঃ ১৮.৬২ সিরিজের ৩য় খেলায়ঃ সাকিবের গড়ঃ ২৭.১১ আশরাফুলের গড়ঃ ১৮.৪১ সিরিজের ৪র্থ খেলায়ঃ সাকিবের গড়ঃ ৮২.০ ! আশরাফুলের গড়ঃ ১৩.৮৫ সিরিজের ৫ম খেলায়ঃ সাকিবের গড়ঃ ৩২.০ আশরাফুলের গড়ঃ ১১.৩৩ প্রথম ম্যাচে ভালো করে পরের কয়েক ম্যাচে দলে যায়গা পাকা করাই তার জীবনের লক্ষ্য। আশরাফুল সাহেবও নাকি ক্যাপ্টেন্সির জন্য বিবেচিত হচ্ছেন, তাই এতো কথা বলছি। দেশের এক শীর্ষস্থানীর প্রফেসর অবশ্য জনাব আশকে বুদ্ধি প্রতিবন্ধি বলে রায় দিয়েছেন।

যাদের হুশ ফিরবে না এই পোস্ট পড়ার পরেও তারা বরং দাবি তুলুনঃ ‘সাকিব অধিনায়কত্ব না দল থেকেই বাদদেয়া হোক। ’ কারণ যেই টিমে আশরাফুল খেলে সেই সাকিবের খেলার যোগ্যতা নেই। আর ডিম্বাবুয়ের সাথে আশরাফুলের এক টেস্টের কথা বলবেন জানি, সেই জন্যেই টেস্টের পরিসংখ্যান দেই নাই, ধুতরাফুল ভক্তদের কমেন্টে গদাম দেয়ার জন্য রেখে দিসি। তথ্যসূত্রঃ cricinfo ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.