আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রণা

বরফ - শীতল © আরফার রাজী [arfar_razi@yahoo.com]

যন্ত্রণা না, না, না - হে বিষন্নতা দূর হ- কি সত্ত্বা, কোথায়- জানো তুমি? হারানো আমার প্রতিটি কোষ- বিস্মৃতির অতল গহবর- এ কোন্‌ গুহা? ঐ তো হারানো আমার প্রতিচ্ছবি। জীবনের ঐ নিছক খেলা, প্রকৃতির বিছানো এ নিপুন জাল- আটকে পড়া মাছের মতোন কাতরাচ্ছি আর হাত-পা নাড়ছি; কি যন্ত্রণা, কি অদ্ভুত খেলা! তুমি ভাবছ, বলছি কি এসব? সবই তো বোঝ, না কি বোঝার ভান ধরো - তাই বুঝি না। তাহলে চক্ষে এত কিসের তৃষ্ণা? তাহলে চাতক পাখির ন্যায়- চেয়ে থাকা, অপেক্ষা - কেন, বলবে আমাকে? জানি, কিছুই বলবে না তুমি। বুক ফাটবে, তবু মুখ ফুটবে না তোমার। জানি, সবই জানি- আর জানি বলেই তো এই ঘোর- প্রতিটি কোষের স্বস্তি- এই মাতাল হওয়া।

জানি, স্বরূপ এ আমায়- তোমার ভালো লাগে না মোটেও। খুব কি রূক্ষ? খুব কি বাজে? কেন, জানো না তুমি? আমি যে হিমশীতল? জানো। তবুও কেন? ক্ষানিকবাদেই জানি- পুলকিত হবে তুমি। কারন, আমি যে আর আমার নই- আমি যে আর নেই আমাতে- স্পিরিটের কড়া ঘা- মোচর পাকানো আমাকে করে দিচ্ছে নিস্তেজ, নিঃশেষ হচ্ছে প্রতিটি কোষ; স্থবির মস্তিষ্ক- এই তো তুমি চাও। তবে, এই হোক - তবুও আসো।

হারিয়ে যাচ্ছি- কোথায় জানি না- কলসির তলানীতে নিঙ্‌রানো- দু'এক ফোঁটা জলের ন্যায়- হাত পা নাড়ছি- নাড়ছি- ঐ তো উপড়ে খোলা আকাশ- ঐ তো বিহঙ্গের উড়ে চলা; থাক্‌- এটাই ভালো - গা জ্বালা করা ঐ আলোতে নিজেকে মেলে ধরবো না আর, পচে মরি এই টানেলের ভিতরই- যদি চাও মোরে, খুঁজে নিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।