আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রণা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

যন্ত্রণা বলো- কতটা যন্ত্রণা সইলে আমি হবো গাঢ় নীল কতটা নীল বুকে ধরলে তুমি বলবে আকাশ কতটা নীল বুকে জড়ালে তুমি বলবে সমুদ্র তুমি হয়তো ভাববে- আমার এই ছোট্ট একটা হৃদয় কতটুকুইবা ধরবে খন্ড খন্ড মেঘের কষ্ট কিংবা আছড়ে পড়া বিক্ষুব্ধ ঢেউয়ের পাহাড়। আমি বলবো- এক যন্ত্রণাকাতর হৃদয়ের চেয়ে কতই আর বড় হতে পারে আকাশ কিংবা সমুদ্র! বলো- কতটা যন্ত্রণা সইলে রক্তাক্ত হবে এ হৃদয় কতটা রক্তিম হতে পারে পলাশ, শিমুল কতটা লালিমা ছড়াতে পারে বনের কৃষ্ণচূড়া কতটা লাল হয়ে উঠতে পারে তোমার সিঁথির সিঁদুর তার চেয়ে অনেক বেশী লাল ছিল আমার মায়ের শাড়ীর আঁচল অনেক বেশী রক্তাক্ত ছিল আমার মায়ের শরীর তুমি কি জানো? কতটা যন্ত্রণা সয়ে আর কতটা রক্তের বিনিময়ে মা আমার হাতে তুলে দিয়েছিল এই লাল-সবুজের পতাকা। বলো- কতটা যন্ত্রণা সইলে তুমি আমার মুখের ভাষা ফিরিয়ে দেবে কতটা বুলেট বিদ্ধ হলে আমার নাম লেখা হবে শহীদের খাতায় কতটা রক্ত ঝরালে আমার মুখে উচ্চারিত হবে প্রিয় বর্ণমালা কতটা আক্রোশে আমি ঝাঁপিয়ে পড়তে পারি শত্রুর বুটের নীচে কতটা সাহস আর প্রত্যয়ে নিজের রক্ত ঢেলে দিতে পারি রাজপথে তার চেয়েও অনেক বেশী দৃঢ়তায় অনেক বেশী যন্ত্রণা উপেক্ষা করে আমার মুখের ভাষা ফিরিয়ে দিয়েছিল আমার শহীদ ভাইয়েরা তুমি কি জানো? কতটা শোক আর যন্ত্রণা বুকে ধরে আছে ঐ শহীদ মিনার। (এই লেখাটা ব্লগার অদ্বিতীয়া সিমু’র “কতটা যন্ত্রণা সইবো” শিরোনামের কবিতায় মন্তব্য আকারে ছিল। সেটা সংশোধন করে পোস্ট আকারে দিলাম। লেখাটায় অমর একুশ’কে খুঁজে পেলাম।) সিমু’র কবিতার লিংক- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।