আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রণা!

চিন্তা করছি

বি.টি.আর.সি. নতুন আরো ২টি সাবমেরিন কেবল অপারেটরের লাইসেন্স দেবার গাইডলাইন ওয়েবে দিয়ে সবার কাছ থেকে মতামত নিচ্ছে। পড়ে যতটুকু বুঝলাম উপকূলের কোথাও ডমেস্টিক ল্যান্ডিং স্টেশন করে সোজা ঢাকাতে ফাইবার টেনে নিয়ে যাবে। তার মানে প্রথম সাবমেরিন কেবলের মত এইটারও সিংগেল পয়েন্ট অব ফেইলিওর, ঢাকা। ভাল হত যদি ডমেস্টিক ল্যান্ডিং স্টেশন থেকে অন্তত ৬টা বিভাগীয় শহরে ৬টা ফাইবার যেত। প্রত্যেকে যার যার বিভাগ থেকে ব্যান্ডউইডথ কিনতো।

এখন কক্সবাজারের কেই যদি ব্যান্ডউইডথ কিনতে চায় তাকেও মগবাজার থেকে কিনতে হবে। যদিও ফাইবার দেশে ঢুকেছেই তার বাড়ির উপর দিয়ে। সব ফাইবার ঢাকা পর্যন্ত টেনে এনে বিক্রি করার একটাই সুবিধা - আমার লোকরা ছাড়া আর কেউ যেন ভিওআইপি না করে সেটা সহজে মনিটর করা যায়। তারেক জিয়ার ঘিলুজাত আইডিয়া। এখন তার জায়গা নিয়েছে শেখ রেহানার চ্যালা মন্ত্রী আলাউদ্দিন।

যন্ত্রণা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।