আমাদের কথা খুঁজে নিন

   

সাংবিধানিক স্বীকৃতি চায় আদিবাসীরা



সাংবিধানিক স্বীকৃতি চায় আদিবাসীরা সংসদ রিপোর্টার আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়ার লক্ষ্যে চলমান সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে ককাস। গত ১০ ফেব্রুয়ারি এর কার্যক্রম শুরু হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের শপথকক্ষে এক মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন এ কথা জানান। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংসদীয় ককাসের আহ্বায়ক রাশেদ খান মেনন।

এর আগে সংসদ ভবনের শপথকক্ষে তার সভাপতিত্বে ‘বাংলাদেশে আদিবাসী অধিকার’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শাহ আলম, সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ, হাফিজ উদ্দিন আহম্মেদ, শহীদুজ্জামান সরকার, যতীন্দ্র লাল ত্রিপুরা, বীর বাহাদুর উশৈ শিং, সাধন চন্দ্র মজুমদার, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী, আমিনা আহমেদ, রুবী রহমান, এথিন রাখাইন, অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান, অধ্যাপক মনিরুজ্জামান, অধ্যাপক খালেদা ইসলাম প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা। সভায় বাংলাদেশে আদিবাসী অধিকার বিষয়ে ১৩টি সুপারিশ গ্রহণ করে সেই সুপারিশ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সুপারিশমালার মধ্যে রয়েছে- আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির পাশাপাশি আদিবাসীদের অনুকূল নীতিমালা প্রণয়ন, আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য ভূমি কমিশনকে কার্যকর ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসীদের জন্য জাতীয় সরকার ও স্থানীয় সরকারে আসন সংরক্ষণ, আদিবাসীদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাতীয় সংসদের পক্ষ থেকে এ ককাসকে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন। তিনি আগামীতে ককাসের সব পদক্ষেপের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে ককাসকে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। দৈনিক ডেসটিনি ২৪ জুলাই ২০১০


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.