আমাদের কথা খুঁজে নিন

   

সাংবিধানিক ফর্মুলা দিলে সংলাপ : শেখ সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আমরা কাউকে বাইরে রেখে নির্বাচনের পক্ষে নই।

তবে সংবিধানের বাইরে কোনো ফর্মুলা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হবে না। আলোচনা সংবিধান অনুযায়ীই হতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দল বিএনপি তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না বললেও শেখ সেলিম মনে করেন, এটি তাদের রাজনৈতিক কৌশল। আসলে তারা নির্বাচনে আসবে।

তিনি বলেন, নির্বাচনের বাইরে থাকলে বিএনপির পরিণতি হবে ভাসানী ন্যাপ ও মুসলিম লীগের মতোই। গতকাল দুপুরে বনানীর নিজ বাসায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শেখ সেলিম এসব কথা বলেন।

তিনি ১৯৭০ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তৎকালীন প্রেক্ষাপটে ইয়াহিয়া খানের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ভাসানী ন্যাপ ও মুসলিম লীগ রাজি না হলেও বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অংশ নেয়। সেই নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার উঠেছিল এবং ১৬৯ আসন পেয়ে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পায়। আর নির্বাচন বর্জন করে ভাসানী ন্যাপ ও খণ্ডিত মুসলিম লীগ অস্তিত্ব হারায়।

পরবর্তীতে আর ঘুরে দাঁড়াতে পারেনি তখনকার শক্তিশালী এই দুটি বিরোধী দল। শেখ সেলিমের মতে, রাজনীতিতে একটিমাত্র ভুলই একটি দলকে অস্তিত্বহীন করতে পারে তার প্রমাণ ভাসানী ন্যাপ ও মুসলিম লীগ। বিএনপি নির্বাচন বর্জনের মাধ্যমে একই ভুল করবে বলে আমি মনে করি না। দাবি পূরণ না হলে শেষ পর্যন্ত বিএনপি যদি নির্বাচনে না আসে সেক্ষেত্রেও কি আওয়ামী লীগ নির্বাচনে যাবে_ এমন প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, আমরা তো চাই বিএনপিকে নিয়েই নির্বাচন করতে। এখন বিএনপি যদি নির্বাচন বর্জন করে আমাদের করার কী আছে।

বিরোধী দলের দাবি মেনে নির্বাচন দিতে সমস্যা কোথায় জানতে চাইলে শেখ সেলিম বলেন, তাদের দাবি মানলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, যা কারও কাছেই প্রত্যাশিত নয়। শেখ সেলিম বলেন, সংশোধিত সংবিধানের ৫৭ অনুচ্ছেদে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন, কোনো অনির্বাচিত সরকারপ্রধানের কাছে নয়। কোনো অনির্বাচিত সরকারপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করলে যে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে সেই সুযোগে তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকারের নামে তারা যে ১০ বছর ক্ষমতায় থাকবে না তার কি কোনো গ্যারান্টি আছে? সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের তিন মাসের পরিবর্তে দুই বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকার উদাহরণ টেনে শেখ সেলিম বলেন, আমরা দেশের জনগণকে আর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে চাই না। আমরা মনে করি ভারত, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ গণতান্ত্রিক দেশগুলোতে বিদ্যমান সরকার প্রধানের অধীনে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও একইভাবে নির্বাচন হবে। তিনি মনে করেন সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের চেয়ে অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার শ্রেষ্ঠ হতে পারে না।

সেটি হলে গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা নস্যাৎ হওয়ার সম্ভাবনা থাকে এবং সাংবিধানিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা শুধু ক্ষতিগ্রস্ত হবে না, জনগণকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হবে। সেই বিতর্কিত কাজটি আমরা কোনোভাবেই করতে পারি না। তিনি বলেন, স্বাধীনতার ৪২ বছর পর সংশোধিত সংবিধানেই এখন নির্বাচনকালীন সরকারের একটি সমাধান বেরিয়ে আসছে। পাঁচ বছর পর পর এখন আর জনগণকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে না, সংবিধানের এ ধারাকে আমরা অব্যাহত রাখতে চাই জনগণের স্বার্থে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বার বারই বলছেন, আগামীতে তারা ক্ষমতায় এলে নতুন ধারার সরকার গঠন করবেন, আপনারা কি ভাবছেন জানতে চাইলে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিম বলেন, আমি তো মনে করি বিএনপি আগামীতে আফগানিস্তান, পাকিস্তান স্টাইলে বাংলাদেশকে একটি তালেবান রাষ্ট্র বানাতে চায়।

তারা জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়। আর নতুন ধারার সরকারের নামে হাওয়া ভবনের পরিবর্তে একটি 'খাওয়া ভবন' বানাতে চায়। আওয়ামী লীগ নতুন ধারা নয়, সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ করতে চায়। তিনি বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন টুয়েনটি-টুয়েনটি ওয়ান রূপকল্প বাস্তবায়নে কাজ করতে চাই। আমরা মনে করি আওয়ামী লীগ আগামীতে আবার ক্ষমতায় এলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে।

আরেকটি নতুন বাংলাদেশের মতোই যে সমুদ্রসীমা আমরা পেয়েছি সেটিকে কাজে লাগিয়ে সমৃদ্ধি অর্জন সম্ভব হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, সমুদ্রের পানিতে যে মনি মানিক্য রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, গ্যাস, তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে পারলে এক স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে পারব আমরা। তিনি বলেন, এক সময়ে সৌদি আরব ছিল গরিব দেশ, তেল-গ্যাসের কারণেই তারা আজ ধনী রাষ্ট্র। ঠিক একইভাবে সমুদ্রসীমা কাজে লাগাতে পারলে বাংলাদেশও একদিন ধনী রাষ্ট্রের তালিকায় উঠে আসবে।

বিএনপির মহাসচিব বিভিন্ন সভা-সমাবেশে বলছেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল আর আওয়ামী লীগ সেই গণতন্ত্রের গলা টিপে হত্যার চেষ্টা করছে- এ ব্যাপারে আপনার বক্তব্য কী জানতে চাইলে শেখ সেলিম বলেন, এটি হাস্যকর বক্তব্য।

তিনি বলেন, মরহুম জিয়াউর রহমান সেনাশাসক থেকে সামরিক ফরমান জারি করে পঞ্চম সংশোধনীর মাধ্যমে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে এসেছিলেন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সংবিধানকে পদদলিত করে সামরিক অধ্যাদেশ জারি করেছিলেন। তিনি সংসদকে পাশ কাটিয়ে শুধু সামরিক ফরমান জারি করে যে সংবিধান সংশোধন করেছিলেন তা ছিল '৭২-এর সংবিধানের মূল স্পিরিট ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সেখানে মানুষের আইনের শাসন পাওয়ারও সুযোগ ছিল না। মরহুম জিয়াউর রহমান কয়েক হাজার সামরিক অফিসার ও সৈন্য হত্যা করে তার ক্ষমতাকে জায়েজ করার চেষ্টা করেন।

সামরিক শাসকদের কোলে বিএনপির জন্ম আর সেই দলটি যখন আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক দলকে উদ্দেশ করে এমন অভিযোগ করে তখন তা হাস্যকর ছাড়া আর কী হতে পারে? এ প্রসঙ্গে শেখ সেলিম বলেন, বরং আমি মনে করি সুপ্রিমকোর্টের রায়ে সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ ও অসাংবিধানিক বলা হয়েছে এবং একই সঙ্গে মরহুম জিয়াউর রহমানের আমলের সব কর্মকাণ্ডকেও অবৈধ বলা হয়েছে। এ রায়ের আলোকে বলা যায়, জিয়াউর রহমানের নেতৃত্বে সেই সময়ে প্রতিষ্ঠিত বিএনপি নামক রাজনৈতিক দলটি কতটা আইনগতভাবে স্বীকৃত তা প্রশ্নের দাবি রাখে এবং এ বিষয়টি নির্বাচন কমিশনেরও পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। তিনি বলেন, হাইকোর্টের একটি রায়ের আলোকে যদি জামায়াতে ইসলামী নির্বাচনের অযোগ্য হতে পারে সেক্ষেত্রে সুপ্রিমকোর্টের রায়ের আলোকে বিএনপি আইনগতভাবে কতটা স্বীকৃত দল সে ব্যাপারেও প্রশ্ন ওঠা স্বাভাবিক।

ষাটের দশকে উত্তাল ছাত্র আন্দোলনের তুখোড় ছাত্রনেতা ও বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছোট ভাই শেখ সেলিম ১৯৭৯ সালের সংসদে গোপালগঞ্জ সদর আসন থেকে উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের চরম দুর্যোগ ও সংকটে দলীয় রাজনীতিতে ভূমিকা রেখে একপর্যায়ে বড় ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৭৯ সালের পর থেকে প্রতিটি নির্বাচনেই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়ে শেখ সেলিম গোপালগঞ্জের নিজ আসনে অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই আবিভর্ূত হন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.