আমাদের কথা খুঁজে নিন

   

আলাপচারিতা আরম্ভ করবেন কি করে?

চাতক
আমরা কারো সাথে দেখা হলে কিছু না কিছু বলার চেষ্টা করি। সাধারণতঃ আমরা যার সাথে দেখা হলো তার সম্মন্ধে জানা কোন বিষয় নিয়ে কথা আরম্ভ করার প্রচেষ্টা আমাদের সার্বজনীন। উদাহরণ স্বরূপ; অসুস্থ মা থাকা কোন লোকের সাথে তার মায়ের কুশলাদি জিজ্ঞাসা করে বা দীর্ঘ দিন বিদেশে যাওয়ার চেষ্টা করছে এমন লোককে বিদেশ যাওয়ার অগ্রগতি জানতে চেয়ে আলাপচারিতা আরম্ভ করি। আবার কখনও দূর্ঘটনায় পতিত লোকের কাছে তার মানষিক অবস্থা বিচার না করেই জানতে চাই "ঘটনাটা ঘটল কি করে?" আমরা প্রায়ই চিন্তা করতে ভুলে যাই এরূপ প্রশ্ন শ্রোতার মনে কি রূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে? ধরা যাক এক লোক প্রনান্তকর চেষ্টা করেও প্রেয়সীর মন গলাতে পারছে না; তার সাথে (সেই লোকটির সাথে প্রেয়সী ব্যতীত অন্য জনের) আলাপের শুরুতে(ঘনিষ্ঠ হওয়ার পূর্বেই) এ সংক্রান্ত প্রশ্ন স্বভাবতঃই বিরক্তিকর। একই ভাবে দূর্ঘটনায় ঘনিষ্ঠ জন হারানো লোকের কাছে দূর্ঘটনার বিস্তারিত জানতে চাওয়াও বিরক্তিকর। আলাপচারিতা আরম্ভ করার জন্য প্রাথমিক প্রশ্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সবচাইতে ভাল হয় নির্দোষ কোন কমন বিষয় নির্বাচন করা। হতে পারেঃ ১) আজ যা গরম! ২) লোড শেডিং এর যা অবস্থা........ ৩) বাজারে জিনিস পত্রের যা দাম....... ৪) গতকাল ............ক্লাসটা যা ছিল না ........ ৫) সামুতে আজকাল যা গারবেজ পোষ্ট পড়ছে ন......... ৬) সামুর ................ এর কোন .............নাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.