আমাদের কথা খুঁজে নিন

   

দৌড়ের উপর

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

ক্রিসমাসের ছুটি এমনিতেই বেশ লম্বা। সাথে নিজের পাওনা কিছু ছুটি মিলিয়ে প্রায় ১৫দিনের বিশআআআল ছুটি। অনেকগুলো প্লান-পোগ্রাম মাথায় সাজানো ছিলো। লম্বা ঘুম থেকে শুরু করে দুরে কোথাও বেড়াতে যাওয়া।

কিন্তু ভাগ্যের শিকে চড়েনি। মাষ্টার শেষ করার পর অনেকেই ড: হওয়ার জন্য ফিসফিস করতেছিলো। কিন্তু কেন যেন পড়াশোনার উপর বিতৃষ্ণা এসে গিয়েছিলো। আর কাছের কিছু ড: হতে যাওয়া বন্ধুদের দৌড়ের উপর দেখে ঐ রাস্তা মাড়াইনি। পি.এইচ.ডি'র শেষ সময়ের প্রেশার নাকি খুবই মারাত্বক হয়।

আর যারা অবিবাহিত + নিজেদের পরিবার পরিজন থেকে দূরে থাকে তাদের অবস্হা তো বলার মতো না। কোন ছুটির দিন নেই। সারাক্ষন বিভিন্ন ম্যাথড আর আইডিয়ায় মাথা জ্যাম। দোস্তেরও একই সমস্যা। ড: হয়েও মাথা আউলা।

ফিনান্স ক্রাইসিসের জন্য কখন চাকরী যায় তার ঠিক নাই। ভাবতেছিলাম খারাপ কিছু হলে হয়ত ড: হওয়ার চিন্তা করবো কিন্তু এখন মাফ চাই। সবাই একটু দোয়া করবেন, বন্ধুটা যেন তাড়াতাড়ি সুস্হ হয় । দৌড়ের মধ্যে আদিম যুগের মোবাইল নিয়ে কিছু ক্রিসমাসের ফটো তুলেছিলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.