আমাদের কথা খুঁজে নিন

   

দৌড়ের উপর আছি।

যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

মাঝখানে ক'সপ্তাহের জন্য ঢাকা গিয়েছিলাম। এদিক সেদিক মিলিয়ে দেখা করার মতো লোকের সংখ্যা বেশ। ভাবলাম শুরু করি ভাগনেটাকে দিয়েই। বোনের বাসায় গেলাম, কিনতু সে নেই।

প্রাইভেট পড়তে গেছে। ক'দিন আবার গেলাম, এবারও সে নেই। কোথাকার কোন টিউটোরিয়ালে পড়তে গেছে। বাধ্য হয়ে বোনকে বললাম যেন সে আমাকে ফোন করে। ঠিক চলে আসার আগের দিন সে ফোন করলো।

"কি খবর মামা? তুমি নাকি আমাকে খুজছো?" "ভাগনে, তোর কারবার কি? তুই তো দেখি মহাব্যস্ত। " "দৌড়ের উপর আছি মামা। তুমি একটু দোয়া করো। সামনের বছর এস এস সি পরীক্ষা। " "সামনের বছর এস এস সি পরীক্ষা, তাতে এখন কি? আমরাও এককালে পড়াশুনা করেছি, কিনতু এমন অবস্থা তো ছিলনা।

এখন যদি মজা-টজা না করিস তাহলে কবে করবি?" ভাগনে ম্লান হাসে। "মজার দিন শেষ, মামা। এখন আমাদের টিকে থাকার লড়াই চলছে। " পরে বোনের কাছে বিস্তারিত শুনলাম। এ বছর সবচেয়ে ভাল গ্রেড পাওয়া ছাত্রদের অর্ধেকই নাকি কোন ভাল কলেজে ভর্তি হতে পারবেনা।

আর যাদের গ্রেড একটু খারাপ, তাদের কি হবে? তারা কি পড়াশুনা ছেড়ে দেবে? পনের-ষোল বছরের একটা ছেলে বা মেয়ের জন্য কি ভয়াবহ সমস্যা! পুরো জীবনের অন্যান্য সমস্যা তো পড়েই রইলো। ওদের জন্য খারাপ লাগছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.