আমাদের কথা খুঁজে নিন

   

পাখা মেলার দিনগুলো

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া । ।
কথা হচ্ছিল শৈশব নিয়ে। সেই সব গান নিয়ে যার স্মৃতি মনের গহীন কোন আজো আলোকিত করে। সেই গানগুলি হারিয়ে যাচ্ছে কালের রুদ্র প্রকোপে।

অন্তর্জালের বিস্তৃত পরিসরেও অনেকের চিহ্ন পাওয়া দুস্কর। তাই ভাবলাম কিছু কিছু প্রিয় গানের স্বরলিপি টুকে রাখবো। আপনারাও মনে করিয়ে দিতে পারেন আপনাদের ছোটবেলার বা বড়বেলার ভালো লাগা গানগুলোর কথা। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো লতা মুংগেশকার ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। ।

আমার এই মনের আধাঁর কোনে কোনে, রংগে রংগে রং মশাল জ্বালো। বহেনা মন্দ বাতাস ছন্দবিহীন অন্ধ সে আজ, বনে বনে কোয়েল-দোয়েল বন্ধ সে আজ। । মনে পরে যায়, জীবন সজল সজল উজ্বল-উছল নদী, সে কখন কি কারণ শুখায়ে গেল। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো আমার এই মনের আধাঁর কোনে কোনে, রংগে রংগে রং মশাল জ্বালো।

জানিনা আর কোনোদিন তেমনি রঙিন সব বেদনা, হবে কিনা হবে তেমন সংবেদনা। । ঘুমিয়ে ছিলাম, এ জীবনে শিয়রে মোর কখন বসে বসে, হতাশে হুতাসে ফিরিয়া গেল। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো আমার এই মনের আধাঁর কোনে কোনে, রংগে রংগে রং মশাল জ্বালো। বি:দ্র: বানান ভূলের জন্য অগ্রীম ক্ষমাপ্রার্থনা।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.