শামুক কোনো এক আলো ঝলমলে বিকেলবেলা এক বিশুদ্ধ মানুষের গল্প শুনতে বেরিয়েছিলাম। হয়তোবা তখন বিকেল ছিলো না,ছিলো বিকেলের ছদ্মবেশে রোদেলা প্রত্যাবর্তিত কালো কোনো রাত যা অনন্তকাল জন্য বন্দিত্ব বরণ করে নিয়েছিল চার দেয়ালের ছাদহীন কোনো এক পাথুরে ঘরে। কিছুটা বিকেল অথবা রোদেলা রাত শার্টের বুকপকেটে নিয়ে বেরিয়ে পরলাম মানুষটির গল্প শুনতে। কিন্তু গল্প শোনার আগেতো তাকে খুঁজে পেতে হবে। শুরু হল খোঁজ।
বুকপকেটে তখনও কিছুটা বিকেল অথবা রোদেলা রাত। ঠিক ঐ সময়ে বিশুদ্ধতা আমার কাছে মানুষের কপট বাহ্যিকতার ম্লান অনুভুতির এক সরব আখ্যান। সবকিছুরপরও চললো এক রক্তপাতহীন ব্যাবচ্ছেদ............।
“গোধূলির লালে লালে
লাল ঝরে সাদা নীল থেকে!
উড়ে যাওয়া নাম না জানা পাখির কলরবে নিশ্চুপ আঁধার
জাঁকিয়ে বসে তেপান্তরের সুদূর বনে। ”
আর এসবের মাঝে এক বিশুদ্ধ মানুষ এবং তার গল্পের খোঁজ তখনও চলছিলো।
বুকপকেটে রাখা বিকেল তখন কিছুটা ফিকে আর রাতটু্কু তখনও কিছুটা রোদ ধরে রেখেছে। আমি এক বিশুদ্ধ মানুষের গল্প শুনতে বেরিয়েছিলাম, যেখানে............
“যোদ্ধা স্পারটানদের কলিজা ছেঁড়া সদম্ভ কান্নার রোল,
ছড়িয়ে দেবে না পড়ে থাকা শিশিরে লাল হয়ে ওঠার
ভিতীর স্রোত।
ধূসর পিরামিডের দেয়াল বেয়ে পরা অদৃশ্য জলে,
মিশে যায় আমাদের অধুনা শহুরে বোতলজাত বিশুদ্ধ পানি।
বর্তমান আষ্টেপৃষ্ঠে ঢেকে ফেলে অতীতকে,
কোন এক অদ্ভুত নিয়মে কালের অপলাপ তোমার চোখে। “
যদিওবা তখন বুকপকেটে রাখা বিকেল হয়ে গিয়েছে সন্ধ্যা আর রোদেলা রাতের শুধু কালোটুকু ছেঁকে ধরেছে আমায়, রোদ নিয়েছে বিদায়।
তারপরও গল্পের খোঁজ কিন্তু তখনও চলছিলো............
“এবড়ো-থেবড়ো ভেতরের জমিনে
জুম চাষ কোনো এক পাহাড়ির।
সব বর্তমানকে ছুঁড়ে ফেলে,
কাল মেঘে সুবুজের পত্তন।
অধুনা সাদা বোর্ডে,
হায়ারওগ্লিফিকসের আঁকিবুঁকি। “
শেষ দিকে এসে গল্পের খোঁজটা বড়ো বেশী এলোমেলো হয়ে উঠে। কখনো শব্দ হারায়, কখনো ছবিগূলো।
বুকপকেটে বিকেল অথবা রোদেলা রাত যাই ছিলো তা তখন নির্বাসিত। হাজার রঙের তুমি আমাকে বিশুদ্ধ মানুষের গল্প খুঁজে পেতে দেয়না। কিনারায় এসে গল্প হারায় আমাতে, গল্প হারায় তোমাতে..................
“কিছু মানুষ হোক রং,
কিছু সময় হোক পথ,
ঝি-জোনাকির সবুজ আলোয় একান্ত কিছুক্ষণ!”
আর এভাবেই প্রতিবার গল্প হারায়,মানুষ হারায়। এভাবেই প্রতিবার অন্ধকার গলি-ঘুপচি থেকে ধীরে ধীরে স্মিত হাস্যে বেরিয়ে আসে আমার নির্বাসিত দিন আর আবেশিত রাতগুলি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।