আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসন

নির্বাসন আর লিখিনা কবিতা-ছড়া হয়নাতো আর ব্লগ পড়া সবাই বলে বদলে গেছি আসলেই কী তাই? হত্যা-গুমের খবর পড়ি সাহস নেই যে কলম ধরি চুপ থাকাটাই ভাল কাজ চেঁচিয়ে লাভ নাই। পুলিশ দিলে লাঠির বাড়ি এই পিঠে কি সইতে পারি? বসিয়ে দিলে দু’চার ঘা দেখারতো কেউ নাই। দেশটা কোথায় যাচ্ছে ভাবি কেউ মানেনা কারো দাবী কলি যুগের মগের মুল্লুক ফিরছে আবার তাই। কম খাবার পাই উপদেশ না খেয়েও আছিতো বেশ ক্ষুধাপেটেও এই চোখেতে স্বপ্নের শেষ নাই। রক্ষক যখন ভক্ষক সেজে খামচে ধরে কারো লেজে পালিয়ে যাবার রাস্তা তার সামনে খোলা নাই। খুনের বিচার করবে যারা পায় যে তারা কার ইশারা খুনীরা সব পালিয়ে বেড়ায় ধরার কেহই নাই। দেশের কথা ভাবছি বসে পাইনা হিসেব অংক কষে উন্নয়নের চাকাতে কোথায় শক্তির যোগান নাই। মনের আকাশ মেঘলা এখন ভাবনা তীরে নেই বিচরণ আঁধার ঘরে ডুকরে কাঁদি রোদ যে কোথাও নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।